বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ

নির্যাতিতার স্বামীকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে গণধর্ষণের শিকার গৃহবধূর স্বামীকে এবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেছেন গৃহবধূর স্বামী। সোমবার এ ডায়রি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ওসি কামরুল আহসান।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ, গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে বাড়িতে গিয়ে তাকে খোঁজ করেন। তিনি বাড়িতে না থাকায় তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করে হুমকি দিয়ে আসে। অজ্ঞাত ওই ব্যক্তি তার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে হুমকি-ধমকি দেয়। গেল দুদিনে বেশ কয়েকবার ফোন দিয়ে তাকে (গৃহবধূর স্বামী) ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় ওই ব্যক্তি। এ অবস্থায় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন সাধারণ ডায়েরিতে। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া এক গৃহবধূ। ওই রাতেই নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগের ছয় কর্মীর বিরুদ্ধে মামলা করেন। দেশে-বিদেশে আলোচিত এ গণধর্ষণের ঘটনার দুই মাস ২৮ দিন পর আদালতে আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। গ্রেফতার আট আসামির সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারান্তরীণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর