বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুট দীর্ঘ ও ২ ফুট প্রস্থ একটি মৃত ডলফিন। গতকাল সকাল সাড়ে ১০টায় সৈকতের ঝাউবাগান পয়েন্টে এটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা গিয়ে এটিকে মাটিচাপা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের সময় এ ডলফিনটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে। ডলফিনটির লেজের অংশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মৃত্যু হতে পারে ডলফিনটির। এর আগে এ বছরই সৈকতে আটটি মৃত কচ্ছপ ও পাঁচটি মৃত ডলফিন ভেসে আসে। কী কারণে সামুদ্রিক এসব প্রাণী মারা যাচ্ছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মৎস্য গবেষক ও ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এ ডলফিনটি ইরাবতী জাতের। জেলেদের জালে আটকে পড়ে, ট্রলিং ফিশিংয়ের কারণে ও জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে এসব প্রাণী মারা যেতে পারে।’ কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।’ পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডলফিন ও কচ্ছপের মৃত্যুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃক্ষকে অবহিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর