শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

যানজট নিরসনে দূরদর্শী সিদ্ধান্ত প্রয়োজন

-অধ্যাপক সামছুল হক

যানজট নিরসনে দূরদর্শী সিদ্ধান্ত প্রয়োজন

পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল হক বলেছেন, অবৈজ্ঞানিক আনাড়ি সিদ্ধান্তের কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে রাস্তায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহ করতে হবে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে হবে। পরিকল্পনামাফিক উন্নয়ন কাজ করতে হবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, কভিড-১৯ সংক্রমণের সময় মানুষ হাত-পা গুটিয়ে ছিল। এখন প্রয়োজন-চাহিদা বেড়ে যাওয়ায় রাস্তায় নেমেছে। এ সময়ে মানুষ ব্যক্তিগত ছোট গাড়ি কিনে ফেলেছে। সরকারি, বেসরকারি, করপোরেট পর্যায়ে সহজশর্তে ঋণ, তেল খরচ, ড্রাইভার দিয়ে গাড়ি কেনাকে উৎসাহিত করা হচ্ছে। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ ছিল। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলতেই শিক্ষাপ্রতিষ্ঠান-কেন্দ্রিক যানজট তীব্র আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আসার কোনো নির্দিষ্ট রুট নেই। নারায়ণগঞ্জ থেকেও শিক্ষার্থী মতিঝিলে আসছে। অথচ স্কুল-কলেজ কমিউনিটিভিত্তিক নির্দিষ্ট এলাকায় হওয়ার কথা। উন্নয়ন কাজের কারণে রাস্তা আরও কমেছে। গাড়ির তুলনায় রাস্তার ধারণক্ষমতা কম। ইউটার্নগুলো জট আরও বাড়িয়ে তুলেছে।

অধ্যাপক ড. সামছুল হক আরও বলেন, রাস্তায় রিকশা চলছে নিয়ন্ত্রণহীনভাবে। ধীরগতির এ যানবাহন একেকটা যেন স্পিডব্রেকার। ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। হকার বিভিন্ন পসরা সাজিয়ে বসে থাকে ফুটপাথে। পথচারীর হাঁটার জায়গা নেই। বসবাসযোগ্য নগরীর তলানিতে ঢাকা। অপরিপক্ব সিদ্ধান্তে এ পরিস্থিতি তৈরি হয়েছে। উন্নত যেসব দেশের উদাহরণ দিয়ে তাদের সঙ্গে তুলনা করা হয়; সেসব দেশের ট্রাফিক ব্যবস্থাপনা দেখলেও তো হয়। এই তীব্র যানজট সমাধানে কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। দ্রুতগতির গাড়ি কমানো, ফুটপাথ পরিচ্ছন্ন রাখা, পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সবচেয়ে জরুরি গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো।

সর্বশেষ খবর