শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বেগুনে আগুন, মাংসের বাজারও চড়া

নিজস্ব প্রতিবেক

রমজান শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চড়া দামে কিনতে হয়েছে ক্রেতাদের। রমজান শুরুর পর কয়েকটি পণ্যের দর নাগালের বাইরে চলে গেছে। রাজধানীর বাজারগুলোয় এখনো চড়া দামে কিনতে হচ্ছে অধিকাংশ পণ্য। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে একেক বাজারে ভিন্ন রকম দর। একই পণ্য এক বাজারে যে দাম আরেক বাজারে তা আরেক দামে কিনতে হচ্ছে। আর তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। ঢাকার বাজারে রোজার মাসে সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। একলাফে দ্বিগুণের বেশি হয়েছে এর দাম। কোনো কোনো বাজারে বেগুনের কেজি ১০০ টাকা পর্যন্ত। দাম বেড়েছে বরবটিরও।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মান অনুযায়ী বেগুনের কেজি ৭০ থেকে ১০০ টাকা। রোজার আগে যা ছিল ৫০ টাকার নিচে। পটোল ৫০-৬০, বরবটি ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০, শিম ৪০-৬০, শালগম ও মুলা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও লাউয়ের পিস ৫০-৬০ টাকা। লালশাক ও পালংশাকের আঁটি ১০-১৫ টাকা। শজিনার ডাঁটা ১০০ থেকে ১৫০ টাকা কেজি। পাকা টমেটো ২৫-৩০ টাকা কেজি।

বাজারে সাদা মুরগির কেজি ১৭০-১৭৫, সোনালি মুরগি ৩১০-৩৪০ টাকা। গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমও গত সপ্তাহের মতো ১১০-১১৫ টাকা ডজন। রুই ও কাতলা মাছের কেজি ২৮০-৪৫০, শিং ও টাকি ২৫০-৩৫০, শোল ৪০০-৬৫০, তেলাপিয়া ও পাঙ্গাশ ১৫০-১৭০ টাকা।

চট্টগ্রামে রোজায় বাড়তি মুনাফা করতে প্রতি বছরের মতো এবারও বিক্রেতারা মরিয়া হয়ে উঠেছেন। সরবরাহ ঠিক থাকলেও চট্টগ্রামে রোজায় চাহিদা বাড়ে এমন সবজির দাম বাড়তি। নগরের পাইকারি বাজার রিয়াজউদ্দিনে সবজির দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এখনো চড়া। রমজানের অজুহাতে বেড়েছে মাংস, মুরগি ও মাছের দাম। রিয়াজউদ্দিন বাজারের আড়তদাররা জানিয়েছেন, এখন বেগুন, শসা, ধনেপাতা ও গাজরের দাম কমেছে। এখানে বেগুন, গাজর ২৫-৩০, ধনেপাতা ৫০ আর কাঁচামরিচের কেজি ২৫ টাকা। অন্যদিকে নগরের খুচরা বাজারগুলোয় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এ সবজিগুলো। বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০, কাঁচামরিচ ৫০-৫৫, গাজর ৫০, শশা আকারভেদে ৫০-৮০, টমেটো ২৫-৩০, কাঁকরোল ১৪০, ঢেঁড়স ৮০, বরবটি ৮০, আকারে ছোট দেশি আলু ৫০ ও বড় আলু ২০ টাকা কেজি। একই সবজি চকবাজারে প্রতি কেজি ৩ থেকে ৫ টাকা কমে বিক্রি হতে দেখা যায়।

গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮০০, ব্রয়লার মুরগি ১৬৫-১৭০, সোনালি ৩৩০ ও লেয়ার ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রুই মাছ ১৮০-৩০০, কাতলা ২২০-৪০০, তেলাপিয়া ১৬০-২২০, পাঙ্গাশ ১৫০ টাকা। চড়া রয়েছে সাগরের মাছের দামও। সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সবজির সংকট নেই। রোজার আগে যে সরবরাহ ছিল এখন তার চেয়ে বেশি আছে। কিন্তু হঠাৎ প্রতি বছরের মতো এবারও রোজায় সব ধরনের সবজির দাম বাড়ানো হয়েছে। নগরের চকবাজার ও কর্ণফুলী কমপ্লেক্স ঘুরে দেখা যায়, এসব পণ্যের দাম দুই বাজারে দুই রকম। কর্ণফুলীতে লেবু মাঝারি আকারের প্রতিটি ১৬-২০ টাকা। একই লেবু চকবাজারে বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়। রিয়াজউদ্দিন বাজারে পাইকারিতে মাঝারি আকারের লেবুর জোড়া ১৫ টাকা।

সর্বশেষ খবর