সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ লাশ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে সিরাজুল হক (৩৭) নামে এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার হরিরহাট এলাকায়।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারি গ্রামের সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার এলাকায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করেন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, বাংলাদেশের অংশে একজন ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। বাংলাদেশি রাখাল ভেবে বিএসএফ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক মারা যান। পরে আমরা নিশ্চিত হতে পারি, তিনি ভারতীয় নাগরিক। স্থানীয় থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তার লাশ লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লে. কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য বিএসএফকে প্রতিবাদ চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর