শিরোনাম
সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল জামিনে মুক্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল জামিনে মুক্ত

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হৃদয় মন্ডলের জামিন মঞ্জুর করেছে জেলা দায়রা ও জজ আদালত। গতকাল দুপুর দেড়টার দিকে জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত দায়রা ও জজ মোতাহারাত আখতার ভূঁইয়া এ জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ ও ২৮ মার্চ আদালতে হৃদয় মন্ডলের জামিন চাওয়া হয়। সে সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। এদিকে আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী শাহীন মোহাম্মদ আমান উল্লাহ  এ মামলার শুনানি করেন। তিনি বলেন, ২৩ ও ২৮ মার্চ হৃদয় ম লের জামিন চাওয়া হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আমরা সিআর মিস করি। এর পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত আসামি হৃদয় চন্দ্র ম লের মামলার সব কিছু যাচাই বাছাই করে ৫ হাজার টাকা বেল্ড মানি করে তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২০ মার্চ শ্রেণিকক্ষে পাঠদানের সময় ধর্ম অবমাননার অভিযোগে গণিত শিক্ষক হৃদয় চন্দ্র ম লের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করেন। পরে ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান মো. আসাদ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেন। পরে ওই মামলায় তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সর্বশেষ খবর