সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক

আগামী ঈদে লঞ্চযাত্রীরা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ছাড়া লঞ্চের টিকিট পাবেন না। যাদের এনআইডি নেই তারা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদের পাঁচ দিন আগে এই নিয়ম কার্যকর হবে।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘লঞ্চের ক্ষেত্রে টিকিট সংগ্রহ করার আগে যাত্রীদের এনআইডি অবশ্যই দিতে হবে। কেবিন বা ডেক যাই হোক তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ফটোকপি দিতে হবে। অন্যথায় টিকিট দেওয়া সম্ভব হবে না। এখানে মালিক, শ্রমিকরা আছেন, আমরা সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছি। যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন ইতোমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেগুলো অনুসন্ধান বা তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিপদে। কাজেই আমরা নিশ্চিত হতে চাই, কোন যাত্রী কোন লঞ্চে চলাচল করছেন’।

সর্বশেষ খবর