মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

খাবারে চুল, স্ত্রীকে ন্যাড়া করলেন স্বামী থানায় মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে খাবারে চুল পাওয়ায় স্ত্রীকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রুহিয়া থানায় মামলা করেছেন স্ত্রী সবুরা খাতুন। অভিযুক্ত স্বামী এহসান মামুন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর নওয়াপাড়া গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।  স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এহসান মামুন মারধর করে তার স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছে। এর আগেও অনেকবার তার স্ত্রীকে নির্যাতন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ¦বর্তী বোয়ালিয়া গ্রামের হামিদুর ইসলামের মেয়ের সঙ্গে ১৩ বছর আগে এহসান মামুনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ৩ বছরের  মেয়ে ও ১২ বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর  থেকেই যৌতুকের জন্য মামুন তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত ১৭ মার্চ দুপুরে ভাত খাওয়ার সময় একটি চুল পায়। এনিয়ে স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মাথা ন্যাড়া করে দেয়। তার পরেও দুই সন্তানের কথা চিন্তা করে মামুনের সঙ্গে সংসার করেন তিনি। এরই মধ্যে গত বুধবার দুপুরে তার স্ত্রীকে প্রতিবেশীর সঙ্গে কথা বলতে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

পরে নাক ও হাতের গহনা খুলে নিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একটু সুস্থবোধ করলে পরের দিন স্বামী বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা করেন সবুরা খাতুন। নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী আমাকে প্রায়ই অমানবিক নির্যাতন করে। শুধু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসার করছি। স্বামী মামুন আমার পরিবারের কাছ থেকে এর আগে ৩০ হাজার টাকা যৌতুক নিয়েছে। এখন আবারও টাকা জন্য মা-বাবার কাছে বলার জন্য আমাকে চাপ দেয়। আমার বাবা অনেক গরিব। টাকা চাইতে পারব না জানালে মারধর করে আমার চুল কেটে ন্যাড়া করে দেয়।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ররঞ্জন রায় বলেন, ‘সবুরা খাতুন নামে এক গৃহবধূ স্বামী নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর