বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এক যুগ ধরে শীর্ষস্থানে বাংলাদেশ প্রতিদিন

কামরুল আনম কাজল, এজেন্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এক যুগ ধরে শীর্ষস্থানে বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের প্রধান এজেন্ট কামরুল আনম কাজল বলেছেন, প্রচার সংখ্যায় গত ১২ বছর ধরেই বাংলাদেশ প্রতিদিন নারায়ণগঞ্জ জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে। তিনি বলেন, গুণগত মান ও সব শ্রেণির মানুষের কথা তুলে ধরায় বাংলাদেশ প্রতিদিন সব পাঠকের পছন্দ। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও ধর্মীয় সব বিষয় নিয়েই প্রকাশিত হয় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ সব সংবাদ তুলে ধরায় পাঠকরা দ্রুতই পড়ে ফেলতে পারেন। দামের দিক থেকেও যথেষ্ট সাশ্রয়ী বাংলাদেশ প্রতিদিন। এজেন্ট কামরুল আরও জানান, নারায়ণগঞ্জ শহরের একাংশ ও বন্দর উপজেলায় প্রায় ৫ হাজার ৫০০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয়। এ ছাড়া সোনারগাঁ উপজেলায় ৭০০ কপি, রূপগঞ্জে ২৫০০, ফতুল্লা থানা ১৫০০, আড়াইহাজারে ১২০০ পত্রিকা বিক্রি হয়। সেই হিসাবে নারায়ণগঞ্জে প্রায় ১১ হাজার পত্রিকা বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন। এ ছাড়া নারায়ণগঞ্জে দেশের জাতীয় দৈনিকের মধ্যে প্রথম আলো- ২ হাজার, যুগান্তর ৭০০, কালের কণ্ঠ ৫০০, সমকাল ১৮০, আমাদের সময় ৫০০, আলোকিত বাংলাদেশ ৩০০, জনকণ্ঠ ২০০ ও আজকের পত্রিকা ৪০০ কপি বিক্রি হয়। তিনি জানান, সকাল ৮টার মধ্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সব কপি। এ নিয়ে হকারদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে। পত্রিকার চাহিদার কারণ জানিয়ে কাজল বলেন, সব শ্রেণির মানুষের কথা লিখে বাংলাদেশ প্রতিদিন। এ ছাড়া দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে দিক-নির্দেশনামূলক কলাম ছাপা হয় পত্রিকাটিতে। এই কারণে এই পত্রিকার বিক্রি ও চাহিদা বেশি। এ জন্য বাংলাদেশ প্রতিদিনের কোনো কপি অবিক্রীত থাকে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর