বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধাসহ পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার মোল্লা (৮১), তার ছেলে মনির মোল্লা (৪৩), নাতি (মনির মোল্লার ছেলে) বিহান মোল্লাসহ (১৮) পরিবারের পাঁচজনকে গতকাল সকালে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সরোয়ার মোল্লা ও তার ছেলে মনির মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বিহান মোল্লা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত মুক্তিযোদ্ধা সরোয়ার মোল্লার ভাতিজা ছিদ্দিক মোল্লা (৬২) ও তার (ছিদ্দিক মোল্লার) ছেলে নাসির মোল্লা (২২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত বিহান মোল্লা জানান, সকাল ৮টার দিকে মোটরসাইকেল যোগে দাদা সরোয়ার মোল্লা, বাবা মনির মোল্লাকে সঙ্গে নিয়ে ভাঙ্গা উপজেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। বাড়ি থেকে একটু সামনে মাঝারদিয়া গ্রামের লায়ন মাতুব্বর (৬০)-এর বাড়ির সামনে এলে লায়ন মাতুব্বরসহ তার গোষ্ঠীর ২০-২৫ জন আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সবাই আক্রমণ শুরু করে। রামদা, রড, লাঠি, ইট দিয়ে কোপায় ও পিটায়। আমাদের চিৎকারে চাচা ছিদ্দিক মোল্লা ও তার ছেলে নাসির মোল্লা এগিয়ে এলে এদেরও পিটায়। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রতিপক্ষ মাতুব্বর গোষ্ঠীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আমাদের দীর্ঘদিনের বিরোধ। ভাঙ্গা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আসমাউল হুসনা বলেন, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার মোল্লা ও তার ছেলে মনির মোল্লার শরীরে কোপসহ পিটানোর আঘাত রয়েছে। গুরুতর আহত দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর