বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশ-ভারত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন আবার আগামী সপ্তাহে

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে থাকা যাত্রী ট্রেন আবার চালু হচ্ছে আগামী সপ্তাহে। এর ফলে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু হবে। সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিভাগের অফিসাররা। সিদ্ধান্ত হয়েছে  এক্সপ্রেস ট্রেন দুটিতে স্বাস্থ্যবিধি প্রয়োগ করা হবে।

ভারতের রেল শুল্ক বন্দরের মধ্যে চিৎপুর, গেদে ও হরিদাসপুর খোলার সিদ্ধান্ত হয়েছে। আশা করা হচ্ছে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর রেল চলাচলের বিজ্ঞপ্তি জারি করা হবে। কভিড অতিমারির পরে দুই বছর যাত্রী ট্রেন বন্ধ ছিল। বাংলাদেশ চাইছিল- স্বাধীনতা দিবস থেকে যাত্রীবাহী ট্রেন চালু করতে কিন্তু পরিকাঠামোগত অসুবিধার জন্য এতে বিলম্ব ঘটল। সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে ট্রেন চালু করার ব্যবস্থা গ্রহণ করতে। এতে আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সরকারি সূত্রে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর