বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মারিউপোলে আত্মসমর্পণ সহস্রাধিক ইউক্রেন সেনার

প্রতিদিন ডেস্ক

ইউক্রেনে নতুন অগ্রাভিযানের অংশ হিসেবে রাশিয়া ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের চারদিক ঘিরে ধরে লাগাতার আক্রমণ চালাচ্ছে। আক্রমণের মুখে এরই মধ্যে এক হাজারেরও বেশি ইউক্রেনীয় মেরিন সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারীদের মধ্যে ১৬২ জন সামরিক অধিনায়ক রয়েছেন, যাদের মধ্যে আছেন ৪৭ জন মহিলা অধিনায়কও। এর আগ দিয়ে এখানে দুই বাহিনীর সংঘর্ষে শতাধিক সেনা জখম হন। সূত্র : রয়টার্স, আল জাজিরা, স্পুৎনিক। মস্কো থেকে যে বিবৃতি প্রকাশ হয়েছে তাতে বলা হয়েছে, ‘মারিউপোল শহরে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ জন সেনা তাদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছেন।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তত ১৫১ জন সেনা আহত হয়েছেন। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এরপর তাদের চিকিৎসার জন্য মারিউপোল শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ সাংবাদিকদের বলেছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে ১৬২ জন অফিসার এবং ৪৭ জন মহিলা সৈনিক রয়েছেন। রাশিয়ার সামরিক রিপোর্ট অনুসারে, মারিউপোল শহরের বৃহৎ ইস্পাত কারখানা স্টিল অ্যান্ড আয়রনে এসব সেনা অস্ত্র সমর্পণ করে। এ কারখানাকে ইউক্রেনের সেনারা এতদিন শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল।

এদিকে আত্মসর্মপণ সম্পর্কে ইউক্রেন বলেছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না। কোনো তথ্য তাদের হাতে আসেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়াঙ্ক বলেন, ‘আমাদের হাতে কোনো তথ্য নেই।’ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্টোভিচ দাবি করেন, ইউক্রেনের ছত্রিশতম মেরিন ব্রিগেড কঠিন এবং ঝুঁকিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আজভ ব্যাটালিয়ন। লড়াইয়ে এ ব্যাটালিয়ন যুক্ত হওয়ায় শহরের প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়েছে বলেও তিনি দাবি করেন।

সর্বশেষ খবর