বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সাংগ্রাই উৎসবে মাতোয়ারা

বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিনিধি

সাংগ্রাই উৎসবে মাতোয়ারা

পুরনো বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরে নতুন প্রাণের আশায় সাংগ্রাই উৎসবে মাতেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের মানুষ। পাহাড়ে নববর্ষ বরণ উৎসবের দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর বর্ণিল সাংগ্রাই উৎসবের জলকেলি দেখতে সমতলের পর্যটকরাও হাজির হন।

গতকাল সকালে উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পানখাইয়া উন্নয়ন সংসদ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা পাহাড়ে এ বর্ণিল উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও অটুট-সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এরপর ‘সকল দুঃখ গ্লানি মুছে যাক, সবখানে নবপ্রাণ ফিরে পাক’- স্লোগানে শুরু হয় ‘রি-আকাজা’ বা জলকেলি উৎসব। এ সময় তরুণ-তরুণী, যুবক-যুবতীরা সামনের দিনগুলোয় অনাবিল সুখ আর শান্তি কামনা করেন। করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার সাংগ্রাই উৎসব পাহাড়ে নতুন মাত্রায় উদ্যাপিত হচ্ছে। এদিকে সাংগ্রাইসহ বৈসাবি উৎসব দেখতে খাগড়াছড়িতে ভিড় করেছেন পর্যটকরা। ঐতিহ্যবাহী উৎসব দেখে মুগ্ধ তাঁরা। পর্যটক শান্তা পাল বলেন, ‘পাহাড়ে এবার উৎসব দেখার জন্য এসেছি। আজকে মারমাদের সাংগ্রাই উৎসবে অংশ নিয়েছি। অসাধারণ অনুভূতি। এত কালারফুল আয়োজন!’ নববর্ষ কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব উপলক্ষে গতকাল সকালে বান্দরবান শহরে মঙ্গল শোভাযাত্রা করেন বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিকর্মীরা। বান্দরবান শহরের রাজার মাঠ চত্বরে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) ও কেন্দ্রীয় উৎসব উদ্যাপন পরিষদ যৌথভাবে অনুষ্ঠানমালা আয়োজন করে। বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং জানান, কর্মসূচি অনুযায়ী উৎসবের দ্বিতীয় দিনে আজ বুদ্ধমূর্তি স্নান ও ১৫ এপ্রিল বিকালে শহরের শঙ্খ নদের চরে মৈত্রী পানি বর্ষণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পয়লা বৈশাখ : বাঙালির শাশ্বত উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আজ সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করবেন। শোভাযাত্রার পর রাজার মাঠে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর