বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ফের হামলা, দুই রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গুলিতে ক্যাম্পের মাঝি রোহিঙ্গা নেতা মো. হোসেন কালাবদা ও নুর বশর গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং (ক্যাম্প-২) আশ্রয় শিবিরের সি ব্লকে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে আশ্রয় শিবিরের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে আরসার সন্ত্রাসীরা দুই রোহিঙ্গাকে গুলি করেছে তা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি। তবে সাধারণ রোহিঙ্গারা বলছেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার পর ক্যাম্পের ভিতরে আরসার তৎপরতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে আসছিলেন এ দুই রোহিঙ্গা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত দুই মাসে বেশ কয়েকজন আরসা সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এ কারণে আরসা অনেক রোহিঙ্গাকে টার্গেট করে রাখে। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, গুলিতে গুরুতর আহত ক্যাম্পের নেতা মো. হোসেন প্রকাশ কালাবদা ও নুর বশর আশ্রয় শিবিরের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা উন্নতির দিকে। তবে কী কারণে দুই রোহিঙ্গার ওপর আরসা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আরসার সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শী কয়েক রোহিঙ্গা জানান, রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-২ পশ্চিম আশ্রয় শিবিরের সি ব্লকের একটি গলিতে কয়েক রোহিঙ্গার সঙ্গে কথা বলছিলেন উপমাঝি মো. হোসেন প্রকাশ কালাবদা। এ সময় ১০-১২ জনের একটি সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী দল ঘটনাস্থলে পৌঁছে মো. হোসেনের ওপর হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি করে। সন্ত্রাসী দলের নেতৃত্ব দেন ওই ক্যাম্পের আরসার কমান্ডার মৌলভী মিজানুর রহমান। হামলার সময় মিজানের পরনে ছিল লুঙ্গি ও হাফ গেঞ্জি। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রোহিঙ্গাদের ধাওয়া দিয়ে কোপাতে থাকে। সন্ত্রাসীদের গুলিতে মাঝি মো. হোসেন মাটিতে লুটে পড়েন। এ ছাড়া গুলি চালিয়ে আহত করার পর নুর বশরকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। খবর পেয়ে এপিবিএন সদস্যা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত দুই রোহিঙ্গাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যান। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ এর সি ব্লকে ছুরিকাঘাত করে জাহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে খুন করা হয়েছে। তিনি সি ব্লকের সাব ব্লক সি-৩ এর মো. সলিমের ছেলে। অভিযুক্ত আনিসুল হক একই ক্যাম্পের সি-১ ব্লকের হাশিম উল্লাহর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করেন। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক। স্থানীয় রোহিঙ্গারা জানান, এনজিও সংস্থা হেলভেটাসের ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন প্রোগ্রামে রাজমিস্ত্রি জাহিদ উল্লাহের নেতৃত্বে দৈনিক মজুরিতে কাজ করেন আনিসসহ কয়েকজন রোহিঙ্গা যুবক। কিন্তু কয়েকদিনের মজুরি বকেয়া পড়ে যায়। গতকাল দুপুরে বকেয়া টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহিদ উল্লাহকে ছুরিকাঘাত করে আনিস। তাকে মুমূর্ষু অবস্থায় এনজিও সংস্থা এফএইচ এর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু নিশ্চিত করা হয়।

সর্বশেষ খবর