বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

ঘুষ কেলেঙ্কারিতে নিউইয়র্কের গভর্নর গ্রেফতার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নির্বাচনী তহবিলে চাঁদার বিনিময়ে স্টেটের অর্থ মঞ্জুরি এবং আরও কিছু সুনির্দিষ্ট অনৈতিক আচরণের মামলায় গ্রেফতারের পরই নিউইয়র্ক স্টেটের লে. গভর্নর ব্রায়ান বেঞ্জামিন পদত্যাগ করেছেন।

এর আগে স্টেট গভর্নর অ্যান্ড্যু ক্যুমোকেও পদত্যাগ করতে হয়েছে নারী কেলেঙ্কারির অভিযোগে। তারও আগে অন্তত দুই স্টেট গভর্নরকে একই ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার জন্য পদ ছাড়তে হয়েছে। এরা সবাই ডেমোক্র্যাট ছিলেন। সর্বশেষ ব্রায়ানের এই ঘুষ কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের খেসারত দিতে হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এদিকে, ব্রায়ানের পদত্যাগপত্র গ্রহণ করে স্টেট গভর্নর ক্যাথি হকুল গত মঙ্গলবার বলেছেন, বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং অবিলম্বে তা কার্যকর হয়েছে। কারণ, নাগরিকরা আস্থা রাখতে সক্ষম হন না এমন কোনো ব্যক্তি প্রশাসনে থাকা উচিত নয়। সর্বসাধারণের প্রত্যাশা পূরণে আমি সর্বদা সচেষ্ট থাকব।

সর্বশেষ খবর