বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপকে পাশে চায় ইস্টবেঙ্গল ক্লাব

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলে বিনিয়োগ করলে মূল লগ্নিকারী হিসেবেই যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার (নীতু)। তিনি বলেন, ‘ইতিবাচক আলোচনা চলছে। আগামী ১৫ দিনের মধ্যে লগ্নিকারীর বিষয়টি পরিষ্কার হবে।’

মঙ্গলবার ভারতের বেসরকারি সংস্থা শ্রী সিমেন্ট লিমিটেড কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবকে ‘স্পোর্টিং রাইটস’ ফিরিয়ে দেওয়ার কথা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই গতকাল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেবব্রত সরকার। দুই বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত ছিল শ্রী সিমেন্ট। কিন্তু ‘স্পোর্টিং রাইটস’ ফিরিয়ে দেওয়ার পর নতুন ইনভেস্টর নিতে আর কোনো অসুবিধা নেই ইস্টবেঙ্গলের। ইতোমধ্যে একাধিক সংস্থার সঙ্গে ক্লাবের কথাবার্তা চলছে। যার মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ। গত ফেব্রুয়ারি মাসেই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্ণধার সায়েম সোবহান আনভীরকে সংবর্ধনা দেয় ক্লাব কর্তৃপক্ষ। দেওয়া হয় ক্লাবের আজীবন সদস্য পদ। পরে ইস্টবেঙ্গলের একটি প্রতিনিধি দলও বাংলাদেশ সফর করে আসে। এসব নিয়ে দেবব্রত সরকার জানান, ‘নতুন ইনভেস্টরের ব্যাপারে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমাদের আলোচনা অনেক এগিয়েছে। কিন্তু ওদেশ থেকে কীভাবে বিনিয়োগ হবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা কথা বলছেন। সঠিক নির্দেশিকা পেলেই বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা আমাদের সঙ্গে বসবেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কী ফিডব্যাক পান, তার উত্তরের অপেক্ষায় আমরা আছি। আমার মনে হয়, বসুন্ধরা গ্রুপ ইনভেস্টর হিসেবেই যুক্ত হবে।’  তিনি বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন কথাবার্তা চালিয়ে যেতে। বিষয়টি তিনিও দেখছেন। আগামী ১৫ দিনের মধ্যে জানা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে নতুন বিনিয়োগ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে ক্লাবের ঐতিহ্য, চরিত্র এবং লক্ষ্য যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ড. প্রণব দাসগুপ্ত, সহ-সভাপতি শান্তিরঞ্জন দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, সহ-সচিব রূপক সাহা প্রমুখ।

সর্বশেষ খবর