শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এখনই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না

এ বি এম আবদুল্লাহ

এখনই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইমেরিটাস অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে বর্তমানে করোনা সংক্রমণ কম বলে আত্মতৃপ্তিতে যেন না  ভোগী। তাহলে বিপদে পড়ব। ভাইরাসটি নিয়ন্ত্রণে চলে এসেছে তা বলার সময় এখনো আসেনি। এটা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল। প্রতিনিয়ত মিউটেশনের মাধ্যমে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। বর্তমানে ওমিক্রন-এক্সই নামে একটি সাব-ভ্যারিয়েন্ট ফের আতঙ্ক বাড়াচ্ছে। কখন কোথায় সংক্রমণ বাড়তে শুরু করবে বলা যায় না। তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়টা অব্যাহত রাখা জরুরি। তিনি বলেন, সবার মাস্ক পরা উচিত। এটা ভালো অভ্যাস। শুধু করোনার জন্যই নয়, বায়ুদূষণজনিত রোগগুলো থেকে বাঁচতে মাস্ক পরা উচিত। বাংলাদেশ মারাত্মক বায়ুদূষণের শিকার। এতে শ্বাসতন্ত্রের নানা রোগ হয়, যা মৃত্যুরও কারণ। এ ছাড়া নিয়মিত সাবান দিয়ে হাত ধুলে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে করোনার পাশাপাশি ডায়রিয়া, কৃমিসহ অনেক রোগ দূরে রাখা যায়। বর্তমানে ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়েছে। সবার উচিত বারবার সাবান দিয়ে হাত ধোয়া। করোনার প্রকোপ কমে যাওয়ায় শারীরিক দূরত্ব কেউ মানছে না। এটা হয়তো মানা কঠিন। তবে নিজেকে নিরাপদ রাখতে যতটা পারা যায় ভিড় এড়িয়ে চলা উচিত। অধ্যাপক আবদুল্লাহ বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের পর ওমিক্রন সারা পৃথিবীতে নাড়া দিয়েছে। ওমিক্রন ছিল অন্যান্য প্রজাতিগুলোর থেকে বেশি সংক্রামক। বর্তমানে ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপ-প্রজাতির সংমিশ্রণে ওমিক্রন-এক্সই উপ-প্রজাতির উৎপত্তি হয়েছে। এটা ওমিক্রনের চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক। যে কোনো সময় এখানে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে। তাই আমাদের আরও কিছুদিন দেখতে হবে। ভাইরাসটি নিরাপদ পর্যায়ে না যাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মানতে হবে।

 

সর্বশেষ খবর