শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বেনাপোল বন্দরে পণ্যভর্তি পাঁচটি ভারতীয় ট্রাক পুড়ে ছাই

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে পণ্যভর্তি পাঁচটি ভারতীয় ট্রাক পুড়ে ছাই

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় পাঁচটি ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোর ৫টার দিকে বন্দর ট্রাক টার্মিনালের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে পণ্যবাহী অনেক ভারতীয় ট্রাক দিগবিদিক ছোটাছুটি করেছে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা    চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, বন্দরের বাইরে আগুন লাগায় বেনাপোল বন্দর ভয়াবহ ক্ষতির হাত থেকে রেহাই পেল বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বন্দরের নিরাপত্তারক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডার বোঝাই পাঁচটি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় কয়েকদিন ধরে ছিল। ট্রাকে পণ্য ত্রিপল দিয়ে ঢাকা। ভোরের দিকে অতিরিক্ত গরমে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে। পরে পাশে থাকা আরও চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমে ব্লিচিং বোঝাই ট্রাকে এ আগুনের ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলে বা অতিরিক্ত গরমে আগুন ধরে যায়। এক্ষেত্রেও তাই হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।’ বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।’

 

সর্বশেষ খবর