শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হামলা, ককটেলে পণ্ড সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কাউন্সিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কাউন্সিল পণ্ড হয়ে গেছে। গতকাল সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের গ্র্যান্ডতাজ পার্টি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এ হামলা হয়। নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক গিয়াস উদ্দিনের একান্ত সহযোগী ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য। জানা গেছে, কয়েক দফার হামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, থানা বিএনপির আহ্বায়ক, যুুগ্ম-আহ্বায়কসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় পার্টি সেন্টারের প্রধান ফটকসহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। অনুষ্ঠানে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটুর প্রধান  অতিথি থাকার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও হামলাকারীরা সম্মেলনে আসা সাধারণ নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সমর্থক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে স্লোগান নিয়ে প্রবেশ করার পরপরই তাদের ওপর চড়াও হন গিয়াসউদ্দিন বলয়ের নেতা-কর্মীরা। নাসিক কাউন্সিলর ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের একান্ত সহযোগী ইকবাল হোসেনের নেতৃত্বে তার লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। তাদের লাঠিসোঁটা-রডের আঘাতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, থানা বিএনপির আহ্বায়ক আবদুল হাই রাজু, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় সম্মেলনে আসা নেতা-কর্মীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন।

ঘটনার ব্যাপারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, একটি মহলের অতর্কিত হামলার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, ‘ওরা গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগঘেঁষা। পরিকল্পিতভাবে সম্মেলনকে পণ্ড করতে  আওয়ামী লীগের ছত্রছায়ায় সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা ও রড দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে।’ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ও কাউন্সিলর ইকবাল জানান, ‘এখানে নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে দলীয় পদ পদবি থেকে বঞ্চিত। কর্মসূচি থাকলেও নেতা-কর্মীদের জানানো হয় না। থানা বিএনপির সম্মেলনের ব্যাপারেও নেতা-কর্মীদের কাউকে জানানো হয়নি। তাই ক্ষোভের বহির্প্রকাশ ঘটাতে গিয়ে নেতা-কর্মীরা সম্মেলন পণ্ড করে দিয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এটি তাদের অভ্যন্তরীণ একটি প্রোগ্রাম ছিল। সেখানে নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি।’

সর্বশেষ খবর