রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সাংগ্রাই উৎসবে রাখাইন তরুণ-তরুণী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সাংগ্রাই উৎসবে রাখাইন তরুণ-তরুণী

নানা অনুষ্ঠানাদির মধ্য দিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাই বা জলকেলি উৎসব। গতকাল বিকালে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের রাখাইন মাঠে ঐতিহ্যগত পানি খেলায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা। একই সময়ে উৎসব মঞ্চে চলে রাখাইনদের নিজস্ব সংস্কৃতি, নাচ ও গানের অনুষ্ঠান। এ উৎসব দেখতে রাখাইনপাড়ায় ভিড় করে পর্যটকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহসম্পাদক ও অং হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিউ নিউ খেইন, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক  এ এম মিজানুর রহমান বুলেটসহ রাখাইন সম্প্রদায়ের নেতারা।

জানা গেছে, সকালে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধদেবের স্নানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। দূরদূরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেন। করোনার কারণে দুই বছর উৎসব করতে পারেনি তারা। তবে এ বছর উৎসবে যোগ দিতে পেরে রাখাইন পরিবারগুলোর মধ্যে বিরাজ করছে আন্দনমুখর পরিবেশ। রাখাইন গৃহবধূ মোয়েমং বলেন, উৎসব উপলক্ষে ঘরে ঘরে রান্না করা হয়েছে সবজি, মাংস, মাছ ও নানা স্বাধের তরকারি। এ ছাড়া তৈরি করা হয় হরেকরকম পিঠা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর