রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

করোনায় এক দিনের ব্যবধানে দ্বিগুণ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে পরপর পাঁচ দিন মৃত্যুশূন্য দিন কাটলেও এই সময়ে সংক্রমণ বেড়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। আগের দিন এ সংখ্যা ছিল মাত্র ২৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৮। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৪।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত   সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর