সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ব্যাংক হিসাব জব্দ থাকায় বিপাকে ইলিয়াস আলীর পরিবার

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক হিসাব জব্দ থাকায় বিপাকে ইলিয়াস আলীর পরিবার

নিখোঁজ হওয়ার পর থেকেই জব্দ হয়ে আছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ব্যাংক হিসাব। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কয়েকবার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলেও হিসাবটি চালু করা সম্ভব হয়নি। পরিবার প্রধানের অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও তুলতে পারছেন না, খরচও করতে পারছেন না তারা। ফলে দীর্ঘ ১০ বছর ধরে বিপাকে রয়েছেন বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের পরিবারের সদস্যরা। রাজধানীর বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। সেই থেকে বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদকের ব্যাংক হিসাব জব্দ হয়ে আছে। এ ব্যাপারে আদালতের নির্দেশ প্রয়োজন বলে উল্লেখ করেছে ব্যাংক। তবে পরিবারের আশা, ইলিয়াস আলী ফিরে আসবেন এবং জব্দ হয়ে থাকা ব্যাংক হিসাব তিনি নিজেই চালু করবেন। এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার স্বামীর নামে থাকা ব্যাংক হিসাব সেই (২০১২ সালের ১৭ এপ্রিল) থেকে  জব্দ হয়ে আছে। একদিন হয়তো প্রিয় মানুষটি পরিবারের কাছে ফিরে আসবেন।’ জানা গেছে, গুম ব্যক্তিদের ব্যাংক থেকে টাকা-পয়সা তোলা, স্থাবর-অস্থাবর সম্পত্তির বণ্টনে সমস্যা থাকে। তবে আদালত বিশেষ বিবেচনায় পরিবারগুলোকে জমানো টাকার কিছু অংশ তোলার অনুমতি দিতে পারেন। কিন্তু সমস্যাটা হলো, পরিবারগুলো আশায় থাকে- গুম হওয়া স্বজন ফিরে আসবেন। তাই অনেক সময় আদালতে যায় না তারা। ইলিয়াস পরিবারও সেই আশাতেই আছে। এদিকে নিখোঁজের পর স্বামী ইলিয়াস আলীর সন্ধান পেতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন তাহসিনা রুশদির লুনা। স্বামীর সন্ধানে উচ্চ আদালতেরও দ্বারস্থ হন। যোগাযোগ অব্যাহত রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দফতরেও। কিন্তু সব জায়গা থেকেই আসে হতাশার খবর। ইলিয়াস আলীকে বহন করা গাড়িটি রাজধানীর মহাখালীতে পাওয়া গেলেও ১০ বছরেও ইলিয়াস আলী ও আনসার আলী আর ফিরে আসেননি।

সর্বশেষ খবর