সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের চেয়ে অনেক পিছিয়ে অন্য সব পত্রিকা

-মো. শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনের চেয়ে অনেক পিছিয়ে অন্য সব পত্রিকা

সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহাবুদ্দীন বলেছেন, ঢাকা শহর ও আশপাশের এলাকায় পাঠকপ্রিয়তায় বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছেও নেই অন্য কোনো পত্রিকা। অন্যগুলো অনেক পেছনে। আমরা বাংলাদেশ প্রতিদিন ৩৫ হাজার কপি সরবরাহ পাই। সব কপি বিক্রি হয়ে যায়। ৫ টাকা দামের অন্য পত্রিকার মধ্যে বাকিগুলো প্রচার সংখ্যায় অনেক পেছনে। এর মধ্যে সময়ের আলো এবং দেশ রূপান্তর দেড় থেকে ২ হাজার কপি আসে। তবে সব বিক্রি হয় না। ১০ টাকা দামের পত্রিকার মধ্যে প্রথম আলো সর্বাধিক ২২-২৩ হাজার কপির মতো বিক্রি হয়।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠায় কম হলেও ছোট ছোট করে অনেক খবর ছাপায়। ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে গরিব রিকশাওয়ালার কথাও ছাপে। দুর্নীতির খবর যেমন ছাপে, মানুষের দুঃখ, দুর্দশার কথা লেখে, আবার উন্নয়নের খবরও ছাপে। এ জন্য সব শ্রেণির মানুষের কাছে পত্রিকাটির গ্রহণযোগ্যতা রয়েছে। করোনার মধ্যে সব পত্রিকার বিক্রিই কমে গিয়েছিল। এখনো আগের অবস্থায় ফেরেনি। ফেসবুক-ইন্টারনেটের কারণেও অনেক মানুষ পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশ প্রতিদিনের সার্কুলেশন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। সব পত্রিকা কম- বেশি ফেরত এলেও বাংলাদেশ প্রতিদিন ফেরত আসে না। তিনি বলেন, পত্রিকা বিক্রি কমে যাওয়ায় হকারদের অবস্থা এখন খুব খারাপ। করোনার সময় পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। তখন বাংলাদেশ প্রতিদিনের মালিকপক্ষ বসুন্ধরা গ্রুপ হকারদের চাল, ডাল, তেল, নুন সব দিয়ে বাঁচিয়ে রেখেছে। বারবার সাহায্য করেছে। এখনো সাহায্য করে যাচ্ছে। হকারদের মৃত্যুতে ১ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এসব কারণে বাংলাদেশ প্রতিদিনের প্রতি হকার পরিবারগুলোর দোয়া আছে। অন্যরাও এভাবে সাহায্য-সহযোগিতা করলে হকাররা উপকৃত হতো। তাদের সমিতির মাধ্যমে ৫০টি দৈনিক পত্রিকা দেড় লাখ কপির মতো বিক্রি করেন জানিয়ে মো. শাহাবুদ্দীন বলেন, ৩৭টি বিক্রয় কেন্দ্র ও ২ হাজার হকারের মাধ্যমে আমরা ঢাকা শহর, গাজীপুর, জয়দেবপুর, সাভার, টঙ্গীসহ ঢাকার আশপাশের এলাকায় সংবাদপত্র পৌঁছে দিই। এর মধ্যে শুধু বাংলাদেশ প্রতিদিন ৩৫ হাজার কপি, প্রথম আলো ২২-২৩ হাজার কপি ও বাকি ৪৮টি পত্রিকা মিলে বিক্রি হয় ১ লাখের কম। এ ছাড়া ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির মাধ্যমেও ঢাকা শহরে পত্রিকা বিক্রি হয়।

সর্বশেষ খবর