সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বাঘের সঙ্গে লড়াই করে ফিরলেন

বাগেরহাট প্রতিনিধি

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা এলাকার শুয়ারমারা খালে মাছ ধরার সময় বাঘের কবলে পড়ে প্রাণ নিয়ে ফিরেছেন আবু সালেহ আকন (৪৫) নামে এক জেলে। এ সময় তিনি বাঘের সঙ্গে ধস্তাধস্তি করেছেন। বাঘের কামড় ও থাবা খেয়েছেন। ধস্তাধস্তির পর বাঘের কবলমুক্ত হয়ে তিনি মোংলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রাণ নিয়ে ফিরে আসা জেলে আবু সালেহর বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ বাজিকরখ- গ্রামে। তার সঙ্গী জেলানী মল্লিক জানান, গতকাল সকাল ৭টার দিকে শুয়ারমারা খালের মাথায় কচুবুনিয়া এলাকায় মাছ ধরার সময় আবু সালেহ আকনের ওপর একটি বাঘ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। বাঘটি আবু সালেহর ডান হাতে কামড় দেয় ও বাম হাত বাম ঘাড় ও পিঠে ছয়টি থাবা দিয়ে আহত করে। সালেহ তখন বাঘটির সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। মল্লিক বলেন, ‘এরইমধ্যে তিনি চিৎকার শুরু করলে আমিসহ অন্য জেলেরা ছুটে আসে। তখন বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। পরে আমি ও সালেহর চাচাতো ভাই আসাদুল সরদারসহ অন্য জেলেরা মিলে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করি।’ মোংলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, জেলে সালেহর শরীরের বিভিন্ন জায়গায় বাঘের সাতটি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় ইউপি মেম্বর মাসুমা বেগম বলেন, সালেহ একজন পেশাদার জেলে, তার বাবাও জেলে ছিলেন। তিনি পাস পারমিট নিয়ে সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘের আক্রমণের শিকার হন। সালেহ খুব সাহসী হওয়ায় বাঘের সঙ্গে ধস্তাধস্তি করে প্রাণে বেঁচে এসেছেন।

সর্বশেষ খবর