মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

হোটেল কক্ষে নারীর লাশ কথিত স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে জয়নব বেগম (৪১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর এলাকার ড্রীম হ্যাভেন নামের আবাসিক হোটেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ওই নারী ও পুরুষ রবিবার সকালে হোটেলের ৪০৩ নম্বর কক্ষে উঠেছিলেন। ওই নারীর সঙ্গে থাকা পুরুষটি দুপুরেই কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যান। লাশের আঙুলের ছাপ থেকে ওই নারীর পরিচয় জানা গেছে। তার বাড়ি নাটোর সদর উপজেলায়। তার সঙ্গে আসা ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, নিহত নারীর নাম জয়নব বেগম হলেও রবিবার সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে ভিন্ন নামে ওই হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্ট্রার খাতায় ওই নারীর নাম লিখা ছিল জুলেখা (২৩)। এছাড়া তার স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম লিখা ছিল মিজান (২৭)। তাদের দুজনের বাড়িই রাজশাহীর গোদাগাড়ী উল্লেখ করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হোটেল কক্ষে নারীর লাশ পড়ে আছে খবর পেয়ে গভীর রাতে মহানগরীর লক্ষ্মীপুর ড্রীম হ্যাভেনে যায় পুলিশ। এ সময় তালা ভেঙে ওই কক্ষে প্রবেশ করে। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে ওই লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। হোটেলটির ম্যানেজার সামিউল হাসান বলেন, চিকিৎসা করতে শহরে আসার কথা জানিয়ে ওই নারী ও পুরুষ রবিবার সকালে হোটেলে উঠেছিলেন। ১ হাজার টাকায় একটি এসি কক্ষ ভাড়া নেন। এরপর বেলা দেড়টার দিকে ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তি বের হয়ে যান। ইফতারের পর হোটেলের কক্ষগুলো যাচাই করার সময় দেখা যায়, ৪০৩ নম্বর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ, ভিতরে এসি চলছে। তখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। হোটেলের খাতায় দেওয়া মোবাইল ফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। এরপর রাত ৯টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। রাজপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে বিছানায় ওই নারীর লাশ দেখতে পায়। রাত ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেন। রাজপাড়া থানার ওসি বলেন, নিহত নারী ওই হোটেল কক্ষের খাটের ওপর পড়েছিল। তার পায়ের কিছু অংশ খাটের নিচে ঝুলে ছিল। আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদনেই পাওয়া যাবে। ওসি আরও জানান, হোটেলের খাতায় ভুয়া নাম-ঠিকানা ছিল। মৃত নারীর আঙুলের ছাপ নিয়ে প্রকৃত নাম-ঠিকানা বের করা হয়েছে। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গেলে বোঝা যাবে, তিনি কার সঙ্গে এসেছিলেন। পলাতক ব্যক্তিকে হোটেলের সিসি ক্যামেরায় মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর