মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মারিউপোলের পতন দাবি রুশ বাহিনীর, বিভিন্ন শহরে হামলা

প্রতিদিন ডেস্ক

মারিউপোলের পতন দাবি রুশ বাহিনীর, বিভিন্ন শহরে হামলা

ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা বাড়িয়েছে রাশিয়া -এএফপি

অবশেষে রুশ বাহিনীর হাতে ইউক্রেনের দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগর মারিউপোলের পতন ঘটেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রুশ সেনারা এখানকার আজভস্তাল ইস্পাত কারখানা অবরুদ্ধ করে রেখেছে। এ কারখানার ভিতর বহু ইউক্রেনীয় সেনা আটকে আছে। রুশ বাহিনী তাদের আত্মসমর্পণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এ ছাড়া রুশ বাহিনী রবিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এ সময় দুটি ইউক্রেনীয় যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা, স্পুটনিক, গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, রুশ বাহিনী মারিউপোল শহরটি দখল করে নিয়েছে। শুধু মারিউপোলের দক্ষিণাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ইউক্রেন সেনাদের একটি ছোট দল অবরুদ্ধ রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেন, মারিউপোলের শহরাঞ্চল রুশ সেনারা নিয়ন্ত্রণে নেওয়ার পর আজভস্তাল ইস্পাত কারখানা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে অল্পসংখ্যক ইউক্রেনীয় সেনা রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এরই মধ্যে ১ হাজার ৪৬৪ জন ইউক্রেন সেনা আত্মসমর্পণ করেছে। এখন ইউক্রেনের অবরুদ্ধ সেনারা যদি যুদ্ধ চালিয়ে যায় তবে তাদের জীবন বিপন্ন হতে পারে। আর আত্মসমর্পণ করলে তাদের সুরক্ষা নিশ্চিত করবে রুশ বাহিনী। এদিকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোলার আঘাতে মারিউপোলের রাস্তাগুলোয় ভেঙে পড়া গাছ ও পুড়ে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর মাঝে রঙিন কম্বলের নিচে ছোট ছোট অনেক দলে বিভক্ত লাশের সারি দেখা গেছে।

ইউক্রেনের ১৬ সামরিক স্থাপনা ধ্বংস : রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ বিবৃতিতে বলা হয়েছে- রবিবার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস হওয়া সামরিক স্থাপনাগুলোর মধ্যে ইউক্রেনের পাঁচটি কমান্ড পোস্ট, একটি জ্বালানি ডিপো এবং তিনটি গোলাবারুদের গুদামও রয়েছে।

লাভিভে ক্ষেপণাস্ত্র হামলা : ইউক্রেনের পশ্চিমে অবস্থিত শহর লাভিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তিনটি ক্ষেপণাস্ত্র সামরিক অবকাঠামো স্থাপনায় আঘাত হানে। এ ছাড়া অন্য একটি ক্ষেপণাস্ত্র গাড়ির টায়ার প্রতিস্থাপন স্থাপনায় আঘাত হানে। আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিস্তকি এ তথ্য জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর