মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আর্থিক প্রতিষ্ঠানে আমানতে সর্বোচ্চ ৭ ঋণে ১১ শতাংশ সুদ

নিজস্ব প্রতিবেদক

এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ও আমানতের সুদহার নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে আমানত নিতে পারবে এবং ঋণ দিতে পারবে সর্বোচ্চ ১১ শতাংশ সুদে। আগামী জুলাই মাস থেকে তা কার্যকর হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। ফলে জুলাই থেকে নতুন-পুরনো সব আমানত ও ঋণে নতুন সুদহার কার্যকর হবে। তবে আগে বেশি সুদে নেওয়া আমানত মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নতুন করে রাখা হলে তখন নতুন সুদ কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন ও পুরনো সব ধরনের ঋণের সুদের হার হয় ৯ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সুদহার কমানোর জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। দেশে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর