বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

আলমগীর হোসেন, এজেন্ট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা জনপদ কুমিল্লা। এখানে সংবাদপত্রের পাঠকও প্রচুর। ধর্মসাগর পাড়, মনোহরপুর, কান্দিরপাড়, শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার বাস টার্মিনালে সব বয়সী পাঠকের হাতে হাতে দেখা যায় বাংলাদেশ প্রতিদিন। লাল সবুজের লোগোর বাংলাদেশ প্রতিদিন হাতে নেওয়ার প্রতীক্ষায় যেন সকাল হয় হাজার হাজার পাঠকের। কুমিল্লা জেলায় ১২ জন এজেন্ট ও কয়েকজন সাব-এজেন্ট রয়েছেন। ১২ এজেন্টের মধ্যে নগরী ও আশপাশ এলাকায় পত্রিকা বিক্রি  করেন সাতজন। জেলায় পত্রিকা বিলিকারীর সংখ্যা প্রায় ৫০০। এজেন্ট ও বিলিকারীদের ঘাম ঝরানো পরিশ্রমে কুমিল্লায় চাহিদার শীর্ষে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নগরীর বড় এজেন্ট আলমগীর হোসেন বলেন, ‘কুমিল্লা নগরীতে পাঠকপ্রিয়তায় বাংলাদেশ প্রতিদিন প্রথম স্থানে রয়েছে। শহরে পত্রিকাটির ৩ হাজার ৫০০ কপি পাঠকের কাছে যায় প্রতিদিন। কোনো কপিই ফেরত আসে না। প্রথম আলো আসে ২ হাজার, যুগান্তর ১ হাজার, আমাদের সময় ৭০০, নয়াদিগন্ত ৪০০, কালের কণ্ঠ ৩৫০, ইনকিলাব ৩৫০, ইত্তেফাক ৩০০, সমকাল ২০০ কপি। তার মধ্যে অধিকাংশ পত্রিকার ৩০ ভাগ কপি অবিক্রীত থাকে।’ তিনি আরও জানান, সম্প্রতি প্রকাশিত একটি দৈনিকের কুমিল্লায় হাজারের মতো কপি আসে। সৌজন্য দিয়েও ৫০ ভাগ পড়ে থাকে। আলমগীর হোসেন বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনের দিন দিন চাহিদা বাড়ছে। কুমিল্লায় বাংলাদেশ প্রতিদিনের চাহিদা সব পত্রিকার চেয়ে বেশি। সকাল ১০টার মধ্যে সব কপি বিক্রি হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিন অবিক্রীত থাকে না। দাম কম, রাজনৈতিকসহ সব খবর কম কথায় পাওয়া যায় বলে এর চাহিদা বেশি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর