বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছেও নেই অন্য পত্রিকা

হুমায়ুন কবির, এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বাংলাদেশ প্রতিদিনের ধারেকাছেও নেই অন্য পত্রিকা

বাংলাদেশ প্রতিদিন খুলনা জেলার এজেন্ট হুমায়ুন কবির বলেছেন, খুলনায় বাংলাদেশ প্রতিদিন পাঠক চাহিদার শীর্ষে অবস্থানে করছে। অন্যান্য পত্রিকার তুলনায় দ্বিগুণ, তিনগুণ বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন। বস্তুনিষ্ঠ সংবাদ, বিশেষ প্রতিবেদন, স্থানীয় সংবাদ, সম্পাদকীয়, ঐতিহ্য, কৃষি সংবাদ, অল্প কথায় পাঠকের চাহিদাকে গুরুত্ব দিয়ে সব ধরনের তথ্য তুলে আনা হয় পত্রিকার পাতায়। ঝকঝকে পরিচ্ছন্ন ছাপা ও সংবাদের বিশ্বস্ততা থাকায় আস্থা অর্জনে সক্ষম হয়েছে বাংলাদেশ প্রতিদিন। তিনি বলেন, শহর ও শহরের বাইরে প্রত্যন্ত উপকূলীয় এলাকা পর্যন্ত পত্রিকাটি পাঠকের হাতে তুলে দিতে নিরবচ্ছিন্ন পরিশ্রম করছেন পত্রিকার এজেন্ট, হকাররা। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পত্রিকা বণ্টনের কাজ শেষ হয়ে যায়। ৪৩ বছর ধরে পত্রিকার এজেন্ট হিসেবে কাজ করছেন হুমায়ুন কবির। তিনি জানান, বর্তমানে খুলনায় বাংলাদেশ প্রতিদিন ১১ হাজার ৭৫০, প্রথম আলো ৩ হাজার ৭০০, কালের কণ্ঠ ৪৫০, নয়া দিগন্ত ৫৫০, যুগান্তর ৩০০, ইত্তেফাক ২২০, ইনকিলাব ২১০, দেশ রূপান্তর ৬২০ কপি বিক্রি হয়। এসব পত্রিকার মধ্যে শুধু বাংলাদেশ প্রতিদিন ফেরত আসে না। এ ছাড়া অন্য সব পত্রিকাই কমবেশি ফেরত আসে। খুলনা জেলায় জাতীয় দৈনিক হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন। বিশ্লেষণধর্মী ও রাজনৈতিক খবর বেশি থাকায় পাঠকের আগ্রহ ধরে রেখেছে পত্রিকাটি। বাংলাদেশ প্রতিদিন খুলনা জেলার এজেন্ট হুমায়ুন কবির আরও জানান, নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে বাংলাদেশ প্রতিদিন বেশি চলে। নিউজের সংখ্যাও এতে বেশি থাকে। তিনি বলেন, একেক পাঠক একেক সংবাদ পছন্দ করেন। কেউ খেলা, কেউ বিনোদন, রাজনীতি আবার কিছু পাঠক সম্পাদকীয় পড়েন। সব ধরনের পাঠকের প্রত্যাশা পূরণ করছে বাংলাদেশ প্রতিদিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর