বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সারা দেশে খুনোখুনি

বাবার কোলে শিশু হত্যায় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জের হাজীপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা অবস্থায় ৪ বছরের শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নিহতের ঘটনায় প্রধান আসামি রিমনসহ (২৩) ছয়জন অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন- সোহেল  উদ্দিন ওরফে মহিন উদ্দিন (২৪), মো. সুজন (২৬), নাইমুল ইসলাম (২১) ও আকবর হোসেন (২৬)। গতকাল দুপুরে বেগমগঞ্জে র‌্যাব-১১ এর অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দীর্ঘদিন থেকেই কথিত রিমন বাহিনী এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি করে আসছিল। এই চক্র নানা অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থেকেছে। তিনি আরও জানান, দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের বাদশা ও ফিরোজ নামের দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। উক্ত ঘটনার বিষয়ে মাটি কাটা নিয়ে বিরোধ হয়। এই বিরোধে সমঝোতা করার উদ্যোগ নেন নিহত শিশুর পিতা প্রবাসী আবু জাহের। এতে ক্ষিপ্ত হয়ে রিমন ও তার ‘বাহিনী’ ২১ হাজার টাকায় একটি আগ্নেয়াস্ত্র ক্রয় করে। এর গুলিতেই শিশু তাসপিয়া নিহত হয়। কমান্ডার আল মঈন বলেন, প্রধান আসামি রিমন ও তার সহযোগী মহিউদ্দিন মিলিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর