বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
কৃষি

সয়াবিনের নতুন জাতে সোনালি স্বপ্ন

গাজীপুর প্রতিনিধি

সয়াবিনের নতুন জাতে সোনালি স্বপ্ন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষিতত্ত্ব বিভাগ উদ্ভাবিত সয়াবিনের দুটি জাত (বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২) নোয়াখালী ও লক্ষ্মীপুরের কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্কের সহায়তায় এই দুটি জাতকে বিনা ও বারী উদ্ভাবিত অপর তিনটি জাতের সঙ্গে চাষ করা হয়। সলিডারিডাড উল্লিখিত জেলার ৩৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। বশেমুরকৃবির উদ্ভাবিত বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২ জাত দুটি বিনা ও বারী জাতের চেয়ে অধিক ফলনশীল, জীবনকাল কম, খাদ্যমান (প্রোটিন ও তেল) বেশি ও লবণাক্ততা সহিষ্ণু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া জানান, চলতি বছর নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় কয়েক হাজার হেক্টর জমিতে ব্যাপকভাবে উন্নত সয়াবিন চাষাবাদ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাত দুটির উৎপাদনক্ষমতা সরেজমিন পরিদর্শনের জন্য ১৮ এপ্রিল বশেমুরকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, উদ্ভাবক কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আবদুল করিম ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম সলিডারিডাড আয়োজিত কৃষকের মাঠ পরিদর্শন ও মাঠ দিবসের মতবিনিময় সভায় অংশ নেন। মাঠ পরিদর্শনের পূর্বে ১৭ এপ্রিল সন্ধ্যায় সলিডারিডাডের উদ্যোগে নোয়াখালীর জেলার স্থানীয় অতিথি ভবনে জেলা প্রশাসক, সলিডারিডাডের কান্ট্রি ম্যানেজার ও জেলার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা এবং বিজ্ঞানীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বশেমুরকৃবি উদ্ভাবিত জাতসমূহের প্রশংসা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর