শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঝিনাইদহে পাঠকপ্রিয়তায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

মো. ওয়াহেদ আলী, এজেন্ট

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পাঠকপ্রিয়তায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

ঝিনাইদহের প্রধান সংবাদপত্র এজেন্ট মো. ওয়াহেদ আলী বলেছেন, ঝিনাইদহে পাঠকপ্রিয়তায় শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। এককভাবে বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা অন্য সব পত্রিকার চেয়েও বেশি। নিয়মিত পাঠকদের বাংলাদেশ প্রতিদিন এক দিন না দিলে আমাদের হকারদের ধমক দেন। তিনি বলেন, অন্যান্য পত্রিকার গ্রাহক তৈরি করতে পাঠকদের দ্বারস্থ হওয়া লাগে। গ্রাহকদের কাছে জোর করে পত্রিকা দিতে হয়। কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিজেই এখানে বিশাল পাঠক শ্রেণি তৈরি করে নিয়েছে। পত্রিকাটির ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে শুরু থেকেই পাঠকের আস্থায় রয়েছে। অন্য কোনো পত্রিকা এর বাজার ছুঁতে পারেনি। তিনি জানান, ঝিনাইদহের ৬টি উপজেলায় বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি চলে এবং বেলা ১১টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। বাংলাদেশ প্রতিদিনে সব ধরনের সংবাদ থাকে। ছোট পরিসরে বস্তুনিষ্ঠ ভালো সংবাদ থাকে ও পত্রিকাটির দামও কম। সেজন্য বাংলাদেশ প্রতিদিনের এত চাহিদা। এই পত্রিকার কোনো কপি অবিক্রীত থাকে না। অন্য সব পত্রিকার কিছু কপি অবিক্রীত থেকে যায়। সরেজমিন এজেন্টদের দেওয়া তথ্যমতে, ঝিনাইদহের ৬টি উপজেলায় বাংলাদেশ প্রতিদিন ৪১৩৫ কপি, প্রথম আলো ১৬৪৩, আমাদের সময় ৩৪০, নয়াদিগন্ত ২৫১, দেশ রূপান্তর ১৪৫, কালের কণ্ঠ ১৪১, আমাদের নতুন সময় ১৪০, মানবকণ্ঠ ১৪০, সমকাল ১১২, যুগান্তর ৯৯, জনকণ্ঠ ৭২, ইনকিলাব ৪৮, ইত্তেফাক ৪৭সহ আরও অনেক পত্রিকা কমবেশি চলে।

সর্বশেষ খবর