শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের অবরোধ বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন আদমজী ইপিজেডের একটি গার্মেন্টের শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা। এ সময় তারা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে প্রায় ৩০ মিনিট শিমরাইল-নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সিদ্ধিরগঞ্জ থানা ও শিল্পাঞ্চল পুলিশ জলকামানের সাহায্যে জল নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেতন-ভাতার দাবিতে ১৩ এপ্রিল একই গার্মেন্টের শ্রমিকরা আন্দোলন করেন আদমজী ইপিজেড এলাকায়। শ্রমিকরা জানান, বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। তাদের কারও দুই মাস, কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক বলেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া। মালিক কর্তৃপক্ষ দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেয়নি।’ আদমজী ইপিজেডের জিএম মোহাম্মদ আহসান কবির বলেন, ‘বুধবার এ গার্মেন্টের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেওয়ার কথা ছিল। আমরা সে ব্যবস্থা করেছিলাম মালিকপক্ষের সঙ্গে কথা বলে। কিন্তু তারা বুধবার টাকা দেননি। উপরন্তু আজ তারা ফ্যাক্টরিতে আসেননি। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বেতন-ভাতা আদায় করে দেওয়ার চেষ্টা করছি।’

সর্বশেষ খবর