শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ফেসবুকে চিকিৎসার নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ রাশেদ হোসেন প্রান্ত (২৭) এবং মৌসুমী খাতুন (২৩) স্বামী-স্ত্রী। রাশেদ রাজশাহীতে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী আর মৌসুমী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। করোনার শুরুতে যখন টেলিমেডিসিন চিকিৎসা জনপ্রিয়তা পায়, ঠিক তখনই তাদের মাথায় চাপে প্রতারণার বুদ্ধি। দুজন মিলে শুরু করেন টেলিমেডিসিন চিকিৎসা। অনলাইনে দিতে থাকেন চিকিৎসাসেবা। তবে নিজেদের নামে নয়, দেশের নামকরা চিকিৎসকদের নাম ভাঙিয়ে। গত দুই বছরে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার নামে এ দুই প্রতারক স্বামী-স্ত্রী হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বুধবার রাজশাহীর শাহ মখদুম থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, তাদের দেওয়া চিকিৎসাপত্রে ওষুধ কিনে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। করোনা মহামারি চলাকালে মানুষ যখন গৃহবন্দি তখন গ্রেফতার রাশেদ হোসেন তার স্ত্রী মৌসুমীকে নিয়ে ফেসবুকে জনপ্রিয় ডাক্তারদের নামে পেজ খুলে শুরু করেন টেলিমেডিসিন চিকিৎসা। ভুয়া প্রেসক্রিপশন দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম খান, ডা. হুমাইরা হিমি, ডা. মার্জিয়া সুষমা, ডা. আরশিয়া আহি, ডা. সানজিদা ইসলাম, ডা. নাফিসা তাসনীম ও ডা. আলভি রহমানদের নাম-পদবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে যৌন, চর্মসহ একাধিক রোগের বিষয়ে বিজ্ঞাপন প্রচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

সর্বশেষ খবর