শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চাঁদপুরে ঈর্ষণীয় পাঠকপ্রিয়তায় বাংলাদেশ প্রতিদিন

-জসীম মেহেদী, এজেন্ট

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ঈর্ষণীয় পাঠকপ্রিয়তায় বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুরে সংবাদপত্রের পুরনো এজেন্ট মরহুম নুরুন্নবী পাটওয়ারী প্রতিষ্ঠিত পাটওয়ারী নিউজ এজেন্সির জসীম মেহেদী বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা বাংলাদেশ প্রতিদিনের এজেন্ট এবং জেলায় এই পত্রিকাটির ঈর্ষণীয় পাঠকপ্রিয়তা রয়েছে। দুপুরের মধ্যেই এর সব কপি বিক্রি হয়ে যায়। দেশের নামের         সঙ্গে পত্রিকার নামের সংযুক্তি থাকায় বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এতে স্বল্প মূল্যে বেশি খবর পাওয়া যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিদিন সব পত্রিকার আগেই আমরা হকারদের কাছে পৌঁছাতে পারি। আমি প্রতিদিন এককভাবে ৯০০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করি। অন্যসব পত্রিকা মিলিয়ে প্রায় ২ হাজার সংখ্যা বিক্রি করি। বাংলাদেশ প্রতিদিনে নিয়মিত বিশিষ্ট কলামিস্টদের লেখা থাকায় এটি পাঠকদের পছন্দের শীর্ষে রয়েছে এবং পত্রিকার কোনো কপি অবিক্রীত থাকে না। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ প্রতিদিন লেখার গুণগতমান ধরে রাখাও সর্বোচ্চ প্রচার সংখ্যার আরেকটি অন্যতম কারণ। তিনি জানান, চাঁদপুরে পাটওয়ারী নিউজ এজেন্সিতে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় সর্বাধিক ৯০০ কপি। এরপর প্রথম আলো ৫৫০ কপি, যুগান্তর ৩২০, আমাদের সময় ৩৩০, সমকাল ১৩০, কালের কণ্ঠ ১২০, জনকণ্ঠ ১১০, ডেইলি স্টার ৭০, ইনকিলাব ৭০, ইত্তেফাক ৪০ কপি দৈনিক বিক্রি হয়।

সর্বশেষ খবর