রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

কুকুর বলে গালি দেওয়া নিয়ে সাতজনকে কামড়

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের কামড়াকামড়িতে সাতজন আহত হয়েছেন। তিনজনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুক্রবার বিকালে দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝাঁটরার বাসিন্দা কালাম সর্দার ও আনোয়ার শিকদার গংদের মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে কালাম সর্দার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিপক্ষের ১০ বছরের একটি ছেলে কুত্তা কালাম বলে ডাক দেয়। এতে কালাম সর্দার ক্ষিপ্ত হয়ে স্ত্রী-সন্তানসহ লোকজন নিয়ে আনোয়ার শিকদার ও সত্তার শিকদারের বসতঘরে অতর্কিত হামলা করে ভাঙচুর চালান। একপর্যায়ে স্থানীয় কয়েকটি পরিবার মারামারিতে জড়িয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে শুরু হয় কামড়াকামড়ি। এ ঘটনায় আহত হয়ে আনোয়ার শিকদারের ভাই সত্তার শিকদারের স্ত্রী মাসুদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া আক্তার (২০), কালাম সর্দারের ভাই সালাম সর্দারের স্ত্রী হাসিনা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া মা মাসুদার কোলে থাকা ছয় মাসের শিশু রাইয়ান, সঙ্গে ছেলে শাকিল (১৪), মেয়ে লাভলি (২৭) আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসিনা বেগমের দেবরের মেয়ে সীমা বেগম বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে আমার চাচি হাসিনা বেগমকে সত্তার শিকদারের প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া কামড়ে ধরে। এতে চাচি আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আনোয়ার শিকদারের স্ত্রী লাভলি বেগম সাংবাদিকদের বলেন, ‘আমাদের পাশের বাড়ির একটা ছেলে তাকে (কালাম সর্দার) কুত্তা কালাম বলে ডাক দিলে তিনি ক্ষিপ্ত হন। তাঁর ধারণা আমরা ওই ছেলেকে দিয়ে তাঁকে (কালাম) কুত্তা বলে ডাকা শিখিয়ে দিয়েছি। তাই বসতঘর ভাঙচুরসহ আমাদের ছয়জনকে কামড়িয়ে আহত করেছেন।’

কালাম সর্দারের ভাতিজি মানসুরা আক্তার কামড়ের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘তাদের সঙ্গে আমাদের পূর্ববিরোধ চলছে। এতে দুই পক্ষেই মারামারি হয়েছে। তবে কামড়ের বিষয়টি বানোয়াট এবং কিছুদিন আগে আমার বাবা ও কাকাকে ওরা সন্ত্রাসী দিয়ে মেরেছে এবং আমাদের জমি দখল করে নিয়েছে।’ দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল মোমিন বলেন, ‘কামড়ে আহত হয়ে উভয় পক্ষের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ দুমকী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব আলম বলেন, ‘এ ঘটনায় সত্তার শিকদার আটজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর