রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
রানা প্লাজা ধসের ৯ বছর

ক্ষতিপূরণ দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

সাভার প্রতিনিধি

সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জনের মৃত্যুর ঘটনার ৯ বছর পূর্তির দিন আজ। তবে এ ঘটনায় করা হত্যা মামলার বিচার এ পর্যন্ত এগোয়নি। প্রাণহানির ঘটনায় সোহেল রানারও বিচার হয়নি। আহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের দেওয়া হয়নি ক্ষতিপূরণ। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবিতে গতকাল বিকালে রানা প্লাজার সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এতে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন শ্রমিক নেতা, রানা প্লাজার আহত ও নিহতদের স্বজনরা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক নেতার পাশাপাশি আহত শ্রমিকরা বক্তব্য দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।

সর্বশেষ খবর