বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাড়ছে হজের খরচ

আজ মন্ত্রণালয়ে বৈঠক

উবায়দুল্লাহ বাদল

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর স্থগিত রাখার পর বিদেশি হজ পালনকারীদের জন্য পুনরায় দুয়ার খুলছে সৌদি আরব। এ বছর ১০ লাখ বিদেশি মুসল্লিকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের অনুমতি দেবে দেশটির সরকার। সেই হিসেবে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন। তাদের বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে হতে হবে এবং সৌদি আরবের টিকাদান কর্মসূচিতে যেসব টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার, সেগুলোর কোনো একটির দুই ডোজ নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এরই মধ্যে এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

তবে হজের প্যাকেজ মূল্য কত টাকা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্যাকেজ মূল্য নির্ধারণে আজ (বুধবার) সকাল ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও বেসরকারি এজেন্সি মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’ প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানেই মূলত বিমান ভাড়া, হজ ফ্লাইট শিডিউলসহ অন্যান্য বিষয় প্রাথমিকভাবে চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এবার বিমান ভাড়া ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়লেও প্যাকেজ মূল্য সহনীয় মাত্রায় বাড়ানো হবে। এখনো সৌদি অংশের ব্যয়ের হিসাব পাওয়া যায়নি। আগামী রবিবারের মধ্যে সৌদি আরবের হজসংক্রান্ত খরচ জানা যাবে। এরপর ওই খরচের সঙ্গে বাংলাদেশি খরচ সমন্বয় করে চূড়ান্ত করা হবে হজ প্যাকেজ। করোনা মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে কোনো হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি। মহামারি না হলে ২০২০ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারতেন। ২০১৯ সালে সরকারের সর্বশেষ ঘোষিত হজ প্যাকেজ-১ ছিল ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ ছিল ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ ছিল ৩ লাখ ১৫ হাজার টাকা। এবারের প্যাকেজ মূল্য কত টাকা হবে এ বিষয়ে সংশ্লিষ্টরা মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এবারের হজের প্যাকেজ মূল্য সহনীয় মাত্রায় বাড়ানো হবে। সৌদি সরকারও বিষয়টি মানবিকভাবে দেখার আভাস দিয়েছে। যেহেতু গত দুই বছর ধরে হজ প্রত্যাশীরা টাকা এজেন্সিগুলোর কাছে ফেলে রেখেছেন। তাই প্যাকেজ মূল্য ২০১৯ সালের প্যাকেজের চেয়ে একটু বেশি হলেও তা সহনীয় মাত্রার হবে। জানতে চাইলে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনা মহামারি ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বিবেচনায় নিয়ে বিমান ভাড়া নির্ধারণ করা হবে। বুধবার বিমান মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে বিমান ভাড়াসহ অন্যান্য খরচ নির্ধারণ করা হবে। সৌদি অংশের খরচের হিসাব পাওয়া সাপেক্ষে শিগগিরই হজ প্যাকেজ ঘোষণা করা হবে। তবে এবার হজের খরচ সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করা হবে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয় সবাই একমত পোষণ করেছে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর