বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
নিউমার্কেটে সংঘর্ষ

বিএনপির ১৪ নেতা ও কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় নিউমার্কেট থানা যুবদলের সভাপতি আমির হোসেনসহ বিএনপির ১৪ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ১৯ এপ্রিল ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরে এ ঘটনায় ২০ এপ্রিল দুটি মামলা করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুজন মারা যান এবং আহত হয়েছেন দুই শতাধিক। এর মধ্যে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ২৪ জন এজাহারভুক্তসহ ব্যবসায়ী-কর্মচারী মিলে অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে। পরদিন ওই দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ জুন দিন ধার্য করে ঢাকার আদালত। এর মধ্যে হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন বিএনপি নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর