বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

যশোরে পাঠক চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

এজাহার আলী, এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পাঠক চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

যশোর শহরে গত কয়েক বছর ধরেই একটানা পাঠক চাহিদার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ প্রতিদিন। শুধু তাই নয়, দ্বিতীয় অবস্থানে থাকা পত্রিকাটির তুলনায় এখানে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় তিন গুণের বেশি। এমনকি পাঠকের    মাঝে কমবেশি পরিচিত যে ২৮টি দৈনিক যশোরের প্রধান দুই সংবাদপত্র এজেন্ট বিক্রি করে থাকেন, তার সবগুলোর যোগফলের চেয়েও বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন। যশোর শহরের প্রধান ও প্রাচীনতম দুই সংবাদপত্র এজেন্ট মেসার্স এজাহার আলী ও মেসার্স আনোয়ার আলম ব্রাদার্সের স্বত্বাধিকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মেসার্স এজাহার আলীর স্বত্বাধিকারী এজাহার আলী বলেন, তার অধীনে থাকা ৭৩ জন হকার রোজ গড়ে ৪০০০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। তিনি বলেন, কোনো হকার কোনো গ্রাহকের বাড়ি ভুল করে বাংলাদেশ প্রতিদিনের স্থলে অন্য কোনো পত্রিকা দিলে গ্রাহক ক্ষুব্ধ হন। কোনো কোনো সময় পত্রিকার গাড়ি দেরি হলেও বাংলাদেশ প্রতিদিনের গ্রাহকের কাছে অন্য কোনো পত্রিকা বিক্রি করা যায় না। এজাহার আলী বলেন, কম দামে, স্বল্প পরিসরে দেশ-বিদেশের সব খবর বস্তুনিষ্ঠতার সঙ্গে পরিবেশন করা হয় বলেই পত্রিকাটি পাঠকের মাঝে এত জনপ্রিয় হয়ে আছে। এজাহার আলী জানান, তাঁর এজেন্সিশিপে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি হয় ৪০০০ কপি। এ ছাড়া প্রথম আলো ১১৮০ কপি, আজকের পত্রিকা ৫৭৫, কালের কণ্ঠ ১৩০, আমাদের সময় ১৭৫, দেশ রূপান্তর ১৩০, নয়া দিগন্ত ১৫৫, জনকণ্ঠ ৪৫, ইত্তেফাক ৬০, যুগান্তর ৭৫, সমকাল ৮০, বণিক বার্তা ১০০, মানবকণ্ঠ ৫৫, ইনকিলাব ৩৪, সংগ্রাম ২৭, সংবাদ ২৫, মানবজমিন ৩৫, যায়যায়দিন ৪৭, ভোরের কাগজ ১৮, বিজনেস স্ট্যান্ডার্ড ৩৫, ডেইলি স্টার ১২৫ কপি বিক্রি হয়। এ ছাড়া স্থানীয় দৈনিকের মধ্যে তিনি দৈনিক লোকসমাজ ২৫০ কপি, দৈনিক গ্রামের কাগজ ৩৭০ কপি, দৈনিক স্পন্দন ৫৫ কপি, দৈনিক সমাজের কথা ৪০ কপি বিক্রি করেন।

 

সর্বশেষ খবর