বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনায় শেষরক্ষা হলো না কৃষকদের

হাওরে বাঁধ ভেঙে পানি

নেত্রকোনা প্রতিনিধি

শেষরক্ষা হলো না নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীর কৃষকদের। বিলে মাছ আনতে অবশেষে বাঁধ কেটে দিলেন ইজারাদার সাবেক ইউপি চেয়ারম্যান। ফলে তলিয়ে গেছে কয়েক শ হেক্টর জমির ধান। তবে এ অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লোকমান হেকিমসহ ১৭ জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকিতে রয়েছে আরও কয়েক শ হেক্টর জমি।

জানা গেছে, রাতের আঁধারে খালিয়াজুরী মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর বিলে মাছ আনার জন্য পেটনা বাঁধ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে  স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে। বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় কয়েক ঘণ্টার মধ্যেই পানিতে তলিয়ে যায় শত শত হেক্টর জমির ধান। এতে নিম্নবিত্তরা অনেকটাই দিশাহারা। হঠাৎ পানি প্রবেশ করায় গোখাদ্যসহ তলিয়ে যায় আধাপাকা ধান। ভেসে যাওয়া ফসলই গোখাদ্যের জন্য তুলে আনছেন শুক্কুর আলীসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা। তার মতো ক্ষত্রিগ্রস্ত হয়েছেন অসংখ্য কৃষক। এখনো হুমকিতে রয়েছে কয়েক শ হেক্টর জমির আধাপাকা ধান। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অসহায় কৃষকসহ স্থানীয়রা। জানা যায়, হাওরের ৮০ ভাগ আধাকাঁচা ধান কাটলেও ২০ ভাগ কর্তনের আগেই বাঁধ কেটে দেওয়ায় ইতোমধ্যে পাঁচ ভাগ ধান তলিয়ে গেছে। এদিকে বাঁধ ভাঙার অপরাধে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমসহ ১৭ জনকে আসামি করে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ওবায়দুর হক বাদী হয়ে ধানায় মামলাটি করেন। অভিযোগে হাওরের অন্তত ৩০ লাখ টাকার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাকিটুকু রক্ষায় ভেঙে যাওয়া বাঁধটি মেরামতে সার্বক্ষণিক চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কৃষকরা। এদিকে সবাই মিলে ফসল রক্ষায় যেখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁধগুলো ঠিক রাখার চেষ্টায় দিন-রাত এক করে কাজ করার পরও নিজ স্বার্থে শেষমেশ বাঁধ কেটে দেওয়ার বিষয়টিকে ন্যক্কারজনক উল্লেখ করে অভিযুক্তদের অচিরেই গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে পুলিশ সার্বক্ষণিক রয়েছে। তদন্ত করে দ্রুত আদালতে চার্জশিট প্রদান করা হবে। পাশাপাশি জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ খবর