শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় সব পত্রিকার চেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন

রাজীব হাসান কচি, এজেন্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সব পত্রিকার চেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশ প্রতিদিন

বিশ্ববিখ্যাত ব্লাক বেঙ্গল গোট আর কৃষিতে সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গায় অন্য সব পত্রিকার চেয়ে অনেক বেশি বিক্রি হয় ‘বাংলাদেশ প্রতিদিন’। পাঠকপ্রিয় দৈনিকটির শীর্ষ অবস্থান নিয়ে কথা বলেছেন পত্রিকার চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রধান এজেন্ট রাজীব হাসান কচি। তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রথম সংখ্যা থেকে এ পত্রিকার সঙ্গে আছেন। তার মতে, সারা দেশের মতো চুয়াডাঙ্গা জেলাতেও সবচেয়ে বেশি চলে ‘বাংলাদেশ প্রতিদিন’। অন্য সব পত্রিকার মোট প্রচার সংখ্যার চেয়েও বেশি চাহিদা ‘বাংলাদেশ প্রতিদিন’র। বেলা ১০টার মধ্যেই পত্রিকাটির সব কপি বিক্রি শেষ হয়ে যায়। ফলে এ পত্রিকার কোনো কপি অবিক্রীত থাকে না। ‘বাংলাদেশ প্রতিদিন’ বেশি বিক্রি ও চাহিদার কারণ সম্পর্কে তিনি বলেন, স্বল্প পরিসরে মানসম্পন্ন সংবাদ প্রকাশের কারণে ‘বাংলাদেশ প্রতিদিন’ পাঠকপ্রিয়তা পেয়েছে। এর দৃষ্টিনন্দন পৃষ্ঠাসজ্জা, সময়োপযোগী ও সর্বশেষ সংবাদের কারণে পাঠকরা পত্রিকাটিকে সাদরে গ্রহণ করছেন। এ পত্রিকার মূল আকর্ষণ বিষয়ভিত্তিক ‘রকমারি’ পাতা। ‘বাংলাদেশ প্রতিদিন’র প্রচার সংখ্যার বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের পত্রিকার এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে চুয়াডাঙ্গা জেলাতে বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যা ১ হাজার ৬০০ কপি। এর পরের অবস্থানে আছে প্রথম আলো ৯০০ কপি। এরপর পর্যায়ক্রমে আজকের পত্রিকা ৩০০ কপি, যুগান্তর ৯৫, কালের কণ্ঠ ৮০, সমকাল ৭০ এবং ইত্তেফাক ৫০ কপি।

সর্বশেষ খবর