শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

ইফতারে দাওয়াত না দেওয়ায় গাছে বেঁধে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। এ ঘটনার জন্য অভিযুক্ত করা হচ্ছে হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বি এম জসিমকে। গতকাল দুপুরে হাইদগাঁও ব্রাহ্মণঘাটার গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে মারধর করার সময় জিতেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুলু বলেন, বর্তমান চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তাই ইউনিয়ন আওয়ামী লীগ তাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে লোক নিয়ে অনুষ্ঠানস্থলে এসে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক হাফেজসহ অনেককে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে ইন্দ্রজিৎ লিও নামের সাবেক একজন মেম্বার জিতেন গুহকে ঘুষি মারেন। এ সময় তার সঙ্গে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করেন। হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বি এম জসিম বলেন, জিতেন গুহ ইউনিয়ন সভাপতি থাকার সময় সরকারি ঘর, টিউবওয়েল, চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছেন। ওই লোকগুলো তাকে পেয়ে টাকা ফেরত দিতে বলে মারধর করে। আমি ঘটনাস্থলে উপস্থিত থাকায় জিতেনকে বাঁচাতে পেরেছি। আমি না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত।

সর্বশেষ খবর