রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা

যশোরে পাঠক চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

আনোয়ার আলম, এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পাঠক চাহিদার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

একটি দৈনিক পত্রিকার দ্রুত পাঠকপ্রিয় হয়ে ওঠা এবং সেই অবস্থান একটানা দীর্ঘদিন ধরে রাখার এক অনন্য উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ প্রতিদিন। সে কারণেই দেশের অন্যান্য স্থানের মতো যশোরেও প্রচারসংখ্যায় পত্রিকাটির ধারেকাছেও নেই অন্য কোনো পত্রিকা। সময়ের সঙ্গে তাল রেখে পাঠকের চাহিদা যেভাবে মিটিয়ে যাচ্ছে পত্রিকাটি, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে বাংলাদেশ প্রতিদিন এক অসামান্য সাফল্যগাথা রচনা করবে- এমনটিই মনে করছেন পত্রিকা বিপণনের সঙ্গে জড়িত এজেন্টরা।

যশোর শহরের ঈদগাহ মোড়ে মেসার্স আনোয়ার আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী আনোয়ার আলম বলেন, তাঁর অধীনে থাকা ৪০ জন হকার প্রতিদিন ২ হাজার কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। দুপুর ১২টার মধ্যেই পত্রিকাটির সব কপি বিক্রি হয়ে যায়। তিনি বলেন, স্বল্পপরিসরে দেশ-বিদেশের সব খবর পাওয়া যায় বলেই পত্রিকাটি এত জনপ্রিয়। পত্রিকাটির ফিচার পাতাগুলো পাঠককে দারুণভাবে টানে। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়, উপসম্পাদকীয়, রকমারি খুবই জনপ্রিয়। আনোয়ার আলম জানান, তাঁর এজেন্সিশিপে বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় ২ হাজার কপি। এ ছাড়া প্রধান দৈনিকগুলোর মধ্যে প্রথম আলো ৭০০, আজকের পত্রিকা ৫০০, কালের কণ্ঠ ৬০০, জনকণ্ঠ ২০, নয়াদিগন্ত ৭০, ইত্তেফাক ৩০, যুগান্তর ২৫, সমকাল ৪০, বণিকবার্তা ১০, আমাদের সময় ১৫০, মানবকণ্ঠ ২৫, ইনকিলাব ৩০, সংগ্রাম ৩৫, সংবাদ ৫, মানবজমিন ১০, যায়যায়দিন ২০, ভোরের কাগজ ৫, বিজনেস স্ট্যান্ডার্ড ১০, দেশ রূপান্তর ১০০, ডেইলি স্টার ৭০ কপি বিক্রি হয়। এ ছাড়া স্থানীয় দৈনিকের মধ্যে তিনি দৈনিক লোকসমাজ ৭০, গ্রামের কাগজ ৮০, স্পন্দন ১০ ও সমাজের কথা ১০ কপি বিক্রি করেন।

সর্বশেষ খবর