রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা
ঈদকালীন স্বাস্থ্যসেবা

খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ, দুই দিন বন্ধ বহির্বিভাগ

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরে জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোয় স্বাস্থ্যকর্মীদের বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। ঈদে দুই দিন বন্ধ থাকবে হাসপাতালের বহির্বিভাগ। তবে জরুরি সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে এবং আগের দিন স্বল্পপরিসরে চলবে। কিন্তু জরুরি বিভাগে রোগীরা সব সেবা পাবেন। ঈদের সময় রোগী কম থাকে। যারা আসবেন তাদের আমরা সেবা দেব। ঈদে বেশ কিছু স্বাস্থ্যকর্মী ছুটিতে যাবেন। সেবায় যেন বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে।’ মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মে দিবসে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। তাই সোমবার বহির্বিভাগ খোলা রাখা হবে। একসঙ্গে ৭২ ঘণ্টা হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা সম্ভব নয়। ঈদের দিন এবং পরদিন বহির্বিভাগ বন্ধ থাকবে। জরুরি বিভাগ চালু থাকবে। সব ধরনের সেবা রোস্টার অনুযায়ী চলবে।’ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন-নবী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সরকারি হাসপাতালের নিয়ম আছে পরপর তিন দিন বহির্বিভাগ বন্ধ রাখা যাবে না। রবিবার মে দিবসের ছুটি। ঈদ মঙ্গলবারে হলে ঈদের দিন ও পরদিন বহির্বিভাগ বন্ধ থাকবে। সোমবার পুরোপুরি হাসপাতাল চলবে। ইনডোর ও আউটডোরের সব রোস্টার তৈরি করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যে কোনো ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকবে, সেবায় কোনো অসুবিধা হবে না।’ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঈদে তিন দিন বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে জরুরি সেবা চলমান থাকবে। সেবা নিশ্চিতে ভিজিল্যান্স টিম থাকবে। আমরা মিটিং করে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। কনসালট্যান্টরা সবাই সতর্ক থাকবেন। আশা করি ঈদের এই সময়ে আমরা সার্বিক সেবা নিশ্চিত করতে পারব।’

আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, ঈদের ছুটিতে সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দুই দিন বন্ধ থাকবে হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যক্রম। তবে অভ্যন্তরীণ সেবা কার্যক্রম থাকবে স্বাভাবিক। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি ও অভ্যন্তরীণ বিভাগের সেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে। অভ্যন্তরীণ রোগীদের ওষুধ সরবরাহ করতে জরুরি বিভাগের পাশের ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকবে।’ তিনি বলেন, ‘রোগীদের সেবা নিশ্চিতে মিডলেভেল ও ইন্টার্ন চিকিৎসকের ৫০ শতাংশ ঈদের ছুটিতে দায়িত্ব পালন করবেন। পর্যাপ্তসংখ্যক নার্সও রোগীদের সেবায় নিয়োজিত থাকবেন। সে অনুযায়ী চিকিৎসক ও নার্সদের রোস্টার তৈরি করা হয়েছে। ঈদের ছুটিতে যাতে রোগীদের চিকিৎসাসেবায় কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ আমাদের নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটিতে যাতে চিকিৎসাসেবা ব্যাহত না হয় সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন কর্তৃপক্ষ। সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন ইন্টার্নরা। সাধারণত ঈদের সময় চিকিৎসক ও নার্সদের একটি অংশ ছুটিতে থাকে। ফলে আগের সংকটের সঙ্গে বাড়তি সংকট যুক্ত হয়। এবার যাতে তা কাটিয়ে ওঠা যায় এবং রোগীরা যাতে হতাশ না হন সেজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে যাতে চিকিৎসক ও নার্স থাকেন তা নিশ্চিত করতে সিনিয়র চিকিৎসকদের মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।’ ফলে এবার চিকিৎসায় সংকট হবে না বলে আশাবাদী তিনি।

সর্বশেষ খবর