শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

সড়কে ঝরল ৬০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল ৬০ প্রাণ

রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার বেশির ভাগই ঘটেছে মোটরসাইকেলে। নিহতদের মধ্যে নারী, শিশু, স্কুলশিক্ষার্থী ও পথচারী রয়েছেন। এ ছাড়া সড়কে বেপরোয়া ঈদ উদ্যাপনের সময় হাত-পা ভেঙে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হয়েছেন ৭৩২ জন। রাজধানী ঢাকায় সড়কে ঝরেছে ছয় প্রাণ। কুমিল্লা, গাজীপুর ও রংপুরে মৃত্যু হয়েছে পাঁচজন করে। সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে প্রাণহানি ঘটেছে চারজন করে। বাগেরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মাদারীপুরে বাসের ধাক্কায় মারা গেছেন ভ্যানের তিন যাত্রী। যশোরে বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ হারিয়েছে দুই বন্ধু। খুলনায় সড়ক দুর্ঘটনায় ৮ মাসের শিশুসহ নিহত হয়েছেন দুজন। নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মারা গেছেন সিএনজিচারিত অটোরিকশার দুই যাত্রী। পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জয়পুরহাটে গাছের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মৃত্যু ঘটেছে পথচারী নারীর। গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু, চাঁদপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু, ময়মনসিংহে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একই জেলার ত্রিশালে বাসের জানালা দিয়ে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। দিনাজপুরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোর। গতকাল ভোর সাড়ে ৪টায় উত্তরায় ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক তৈয়ব আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান (২৫)। জানা গেছে, অটোরিকশাচালক তৈয়বের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে। তিনি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে থাকতেন। আর তাইফুরের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি উত্তরায় থাকতেন। দুজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এর আগের দিন বুধবার রাতে রাজধানীর দারুস সালামে মোটরসাইকেলের ধাক্কায় আবু সিদ্দিক (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়। দারুস সালাম টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু সিদ্দিক ওই এলাকার একটি মাদরাসায় বাবুর্চির কাজ করতেন। তার গ্রামের বাড়ি বান্দরবান সদর উপজেলায়। তার বাবার নাম আনজু মিয়া। তিনি দারুস সালাম এলাকার একটি মেসে থাকতেন। একই দিন রাত ৮টায় যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শিহাব নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইফুল ইসলাম মনিরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে শিহাব বড়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঈদের আগের দিন সোমবার রাত সাড়ে ৮টায় শেরেবাংলানগরের চন্দ্রিমা উদ্যান লেক সড়কে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) একটি গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৫৫)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। বেলায়েত জাতীয় সংসদ ভবনের পাশের রাস্তার বৈদ্যুতিক বাল্ব দেখাশোনা করতেন বলে জানিয়েছে তার পরিবার। বেলায়েত স্ত্রী সাদিয়া বেগম ও দুই সন্তানকে নিয়ে মোহাম্মদপুরের বসিলায় থাকতেন বলে জানা গেছে।

হাত-পা ভেঙে পঙ্গু হাসপাতালে ৭৩২ জন : রাজধানীর কালাচাঁদপুরের দুই বন্ধু রিয়াদ ও অনিক। ঈদুল ফিতরের নামাজ শেষে ঘুরতে বের হন মোটরসাইকেল নিয়ে। রেডিসন হোটেল থেকে মিরপুর যাওয়ার পথে কালশী এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু ছিটকে পড়েন দুদিকে। হেলমেট থাকায় প্রাণে বাঁচলেও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনিক। তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, ঈদের আনন্দ করতে গিয়ে বেপরোয়া বাইক, সিএনজি ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে মোট ৭৩২ জন হাত-পা ভেঙে ভর্তি হয়েছেন। সাধারণত দৈনিক ১০০ থেকে সর্বোচ্চ ১৫০ জন রোগী ভর্তি হন। অথচ ঈদের দিন ৩০০ রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঈদের আগের দিন ১৯৭ ও ঈদের পরের দিন ২৩৫ জন রোগী নিটোরে হাত-পা ভেঙে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই হাত-পা কেটে ফেলতে হয়েছে। ঢাকার বাইরে থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : কুমিল্লায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলার কর্মকর্তাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঈদের দিন মঙ্গলবার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে সিএনজি অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কায় চালক সোহেল (২৫) ও নাজমা বেগম নামের এক মানসিক ভারসাম্যহীন পথচারী নারীর মৃত্যু হয়। বুধবার রাতে লাকসাম উপজেলার চন্দনা বাজারে চাকা ফেটে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর একজন আহত হন। হেলাল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের মৃত আইউব আলীর ছেলে। একই দিন বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামে বাসের ধাক্কায় ভ্যানচালক মফিজুল ইসলামের (৪৫) মৃত্যু হয়।

গাজীপুর : গাজীপুরে ঈদের দিন বিকালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কের পূর্ব পাশে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার ঈশ্বরদীর মেহেদী হাসান রনি (২৪), কুড়িগ্রামের রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনার হোসেন (৪৫), জামালপুরের সাথী বেগম (২৫) ও কুড়িগ্রামের জাকির হোসেন (২৮)।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ঈদের দিন ও পরদিন পৃথক দুর্ঘটনায় মারা গেছেন তাড়াশ উপজেলার আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭), তার বন্ধু রাকিব হোসেন, মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২) ও উল্লাপাড়ার মোন্নাফ আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র হাফিজ উদ্দিন (৪)।

যশোর : বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে তিন বন্ধু মিলে বেপরোয়া গতিতে যশোরের চৌগাছা উপজেলা থেকে পাশের মহেশপুর উপজেলার মদনপুরের দিকে আসছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয়েছেন অপর বন্ধু। মারা যাওয়া দুজন হলেন চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২২) ও বাবর আলীর ছেলে সাগর হোসেন (১৮)।

জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষতলাল উপজেলার মধুপুকুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে গতকাল সকালে আবদুস সামাদ (৫০) নামে এক সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বাগেরহাট : বাগেরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ১ মে সকালে মোংলা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট নামে একটি স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন বাস ও ট্রাকের চালক। এ ছাড়া ১০ মাসের এক শিশুরও মৃত্যু হয়।

মাদারীপুর : মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলায় বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে। নিহতরা হলেন আমির শেখ ও প্রান্ত দফাদার।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার যুবক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ঈদের দিন বিকালে শহরের বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার নাম মহিদুর রহমান (২৮)। বাড়ি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বড় সৌরভী গ্রামে। গুরুতর আহত মোটরসাইকেল চালক শিশির আলীকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন বিকাল ৪টায় হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের জয়ম প দেউলী ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফজলে রাব্বি পরাগ (২৬) নামে আরেক মোটরসাইকেল চালক মারা যান। তিনি রাজবাড়ীর সদর উপজেলার হরিসভা রোডের লক্ষ্মীকোল এলাকার বাসিন্দা। মানিকগঞ্জ পৌরসভার পানি শাখার কমর্চারী ফজর আলী (৫৫)  ঈদের দুই দিন আগে বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মারা যান।

ফজর আলীর বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায়। ঈদের পরদিন বুধবার বিকালে সাটুরিয়া-মানিকগঞ্জ সড়কের কান্দাপাড়া বাজারে দুই মোটরসাইকেলে ধাক্কা লেগে মিতুল আহমেদ (২৪) নামে এক আরোহীর মৃত্যু হয়। তিনি সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী নিহত : টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার রূপশান্তি কুচমারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চিহরিপুর গ্রামের আছর আলীর ছেলে রিপন (১৬)। রিপন বাড়ই মাদরাসার দশম শ্রেণির ছাত্র। এ ছাড়া আমিনুল ইসলাম (১৪) নামে আরেকজন আহত হয়েছেন।

সরাইলে বাসচাপায় পথচারী নারীর মৃত্যু : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী বাসচাপায় জাহানারা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকার রজব আলীর স্ত্রী। বিপরীত দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাসকে পাশ কাটানোর সময় ঢাকাগামী তাপসিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ওই নারী পথচারীকে চাপা দেয়। এ সময় সাগরিকা পরিবহনের বাসটিও মহাসড়কের পাশে ছিটকে পড়ে যায়।

মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু : গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী হুমায়ুন শেখ (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে। গতকাল সকাল ৭টায় মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষে রণধীর বড়ুয়া (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কমলমুন্সির হাটের জলোর দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাটে পৃথক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু : লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বাইসাইকেলের ধাক্কায় মামুন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার মালেকুল ইসলামের ছেলে। এর আগে ঈদের দিন বিকালে পাটগ্রাম থেকে নিজ বাড়ি দহগ্রামে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ওমর আলীর (৩২) মৃত্যু হয়। পথে একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওমর দহগ্রামের মাঝিপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

ধামরাইয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু : ঢাকার ধামরাইয়ের মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ২০ জন।  গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের সঙ্গে ঢাকা আরিচা মহাসড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন কমপক্ষে ২৪ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে বেড়াতে গিয়ে মহাসড়কের সুতিপাড়া এলাকায় সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চাঁদপুরে বাসচাপায় শিশুর মৃত্যু : চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় ইমা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাজীগঞ্জের গোগরা নামে এক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইমা গোগরা গ্রামের তালতলা বাড়ির সিএনজিচালক মুরাদের মেয়ে। সকালে মেয়েটি মায়ের সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় বাড়ি থেকে সামান্য দূরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অটোরিকশার জন্য মা-মেয়ে দাঁড়িয়ে ছিলেন। পরে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ এক্সপ্রেস বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু : পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাদ (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় শাহীন ও জীবন নামে আরও দুজন আহত হন। গতকাল দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কৃষিখামার ধরধরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইশাদ দেবীগঞ্জ ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে এবং জমিরউদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ময়মনসিংহের পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টায় উপজেলার কুশমাইল ইউনিয়নের ছলিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবুর রহমানের ছেলে আবদুল হান্নান (১৬) ও আলাউদ্দিনের ছেলে নয়ন (১৬)। 

বাসের জানালা দিয়ে পড়ে প্রাণ গেল শিশুর : ময়মনসিংহের ত্রিশালে চলন্ত বাসের জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম তানিম (১০)। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গ গ্রামের সাইদুল শাহের ছেলে।

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই : পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকাল সাড়ে ৭টায় লালন শাহ সেতু সংযোগ সড়কের চাঁদ আলী মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদীর চরমিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মোটরসাইকেল চালক মেহেদী হাসান ও ট্রাকের হেলপার (অজ্ঞাত)। আহতরা হলেন ট্রাকের চালক অজয় কুমার পাল (৫২) ও মৌসুমি ফল ব্যবসায়ী আলিম (৪৫)। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত : রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়ালাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। বুধবার সন্ধ্যা ৭টায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন হলেন ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

দিনাজপুরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ হারাল কিশোর : বোনের বাড়ি বেড়াতে এসে দুলাভাইয়ের মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মমিন মোড় এলাকার এক ইটভাটার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। সেলিম নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর কলেজপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকা-আড়াইহাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লাদেন ও হৃদয়। তাদের বাড়ি নরসিংদীর সাহে প্রতাপ এলাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর