শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

হেফাজতে ইসলাম চলছে যেভাবে

সরকারের সঙ্গে দূরত্ব নয়, সম্পর্ক রক্ষা করেই চলবে মুক্তি পেয়েছেন কারাবন্দি নেতাদের উল্লেখযোগ্য অংশ অনেকে মুক্তির অপেক্ষায়

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

সরকারের সঙ্গে দূরত্ব নয়, সম্পর্ক রক্ষা করেই সামনের দিকে চলতে চাইছে একসময়ের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরই অংশ হিসেবে মুচলেকা দিয়ে কারাগার থেকে মুক্তি পেতে সরকারের কাছে আবেদন করেছে শীর্ষ নেতাদের পরিবার। সরকারের নমনীয়তার কারণে এরই মধ্যে মুক্তি পেয়েছে কারাগারে বন্দি হেফাজতে ইসলামের নেতাদের উল্লেখযোগ্য অংশ। অনেকে রয়েছেন মুক্তির অপেক্ষায়।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘সরকারের সঙ্গে বিরোধে গিয়ে দাবি-দাওয়া আদায় করা যাবে না তা আমরা বুঝি। তাই সমঝোতার মাধ্যমে নেতা-কর্মীদের মুক্তি এবং দাবিগুলো আদায়ের চেষ্টা করছি। গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের সিংহভাগই মুক্তি পেয়েছেন। আশা করি বাকিরাও দ্রুত মুক্তি পাবেন।’ হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর মুক্তি চেয়ে এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে লিখিত আবেদন করেছেন তার ছোট ভাই মুফতি মাহমুদ হাসান ফয়েজী। এ বিষয়ে তিনি বলেন, ‘সরকারকে আশ্বস্ত করেছি বড় ভাই মাদরাসায় পাঠদান ও সামাজিক কাজে নিজেকে সীমাবদ্ধ রাখবেন। কোনো রাজনৈতিক দল এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অতীতেও ছিলেন না, আগামীতেও থাকবেন না।’ জানা যায়, গত বছরের মার্চে দেশব্যাপী নাশকতার ঘটনার পর গ্রেফতার হন হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় এবং জেলা কমিটির সিংহভাগ নেতা। এরই মধ্যে কেন্দ্রীয় কমিটিতে অনেক রদবদলও হয়। ওই ঘটনার পর থেকে আলোচিত সংগঠনটির কার্যক্রম প্রেস রিলিজের মধ্যেই সীমিত হয়ে পড়ে। এরই মধ্যে গত ২৩ মার্চ কারাগারে থাকা নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যরা নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। সাংগঠনিক ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সরকারের বিভিন্ন মহলে ধরনা দিয়ে যাচ্ছেন কারাবন্দি হেফাজতে ইসলামের নেতার পরিবারের কেউ কেউ। পরিবারের পক্ষ থেকে মুচলেকা দিয়ে এরই মধ্যে হেফাজতে ইসলামের ৫ শতাধিক নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে বন্দি থাকা মধ্যমসারির নেতাদের অনেকেই আবার জামিনের অপেক্ষায় রয়েছেন। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মুক্তির জন্য ধরনার পাশাপাশি সংগঠন মহানগর, জেলা, থানা কমিটি গঠন প্রক্রিয়া শুরু করার চিন্তা করছেন সংগঠনের দায়িত্বশীলরা। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘এবারের হেফাজতে ইসলাম হবে সম্পূর্ণ অরাজনৈতিক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, এমন নেতাদের সমন্বয়ে শিগগির ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হবে। বাকি কমিটিগুলো ধীরে ধীরে ঘোষণা করা হবে।’

সর্বশেষ খবর