শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

হোয়াইট হাউসে ঈদ উৎসব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

অঙ্গীকার অনুযায়ী হোয়াইট হাউসে পুনরায় ঈদ উদযাপনের কর্মসূচি চালু করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ রেওয়াজ রহিত করেছিলেন টানা চার বছর। ঈদের দিন তথা গত সোমবার অপরাহ্ণে শতাধিক অতিথির জমজমাট এ অনুষ্ঠানে অত্যন্ত প্রফুল্ল দেখা যায় ফার্স্ট লেডি জিল এবং প্রেসিডেন্ট বাইডেনকে।   বাইডেনকে সবার সামনে বিপুল করতালির মধ্যে উপস্থাপন করেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘আমেরিকার জাতীয় মসজিদ’ হিসেবে পরিচিত মুহাম্মদ মসজিদের ইমাম ড. তালিব এম শরিফ। বাইডেন বলেন, আজ আমরা বিশ্বের স্থানেই দেখছি যে, তারা সহিংসতার শিকার হয়েছেন। ধর্মীয় বিশ্বাসের কারণে কারোরই বৈষম্য এবং নিপীড়িত কিংবা দমন-পীড়নের মুখে পড়া উচিত নয়। আমাদের স্বীকার করতে হবে যে, অন্যদেশ কিংবা এই আমেরিকাতেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আরও অনেক কাজ করতে হবে। ভুলে গেলে চলবে না যে, আমাদের এই সমাজেও মুসলমানেরা নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করছেন, প্রতিদিনই তারা হুমকি-ধমকির সম্মুখীন এবং সহিংসতা ও ইসলাম ফোবিয়ার লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও আমাদের এই জাতিকে শক্তিশালী করছেন।

অনুষ্ঠানে ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জর্জিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর শেখ রহমানও। আরও ছিলেন পাকিস্তানি গায়ক ও সুরকার আরুজ আফতাব। সিনেটর শেখ রহমান অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, ঈদ উপলক্ষে এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের মুসলিম সম্প্রদায়ের প্রতি সত্যিকার অর্থেই গভীর মমত্ববোধের প্রকাশ ঘটল। ডেমক্র্যাটরা যে সব ধর্মের প্রতি বিশেষভাবে সদয়-তা দৃশ্যমান হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর