শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

কক্সবাজার সৈকতে ৪৫০ রোহিঙ্গা আটক

ডুবে মৃত্যু কিশোরের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে মো. সাইফুল (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় রায়হান (১৪) নামে আরেক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। ৪ মে দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মৃত ও আহত দুই রোহিঙ্গা কিশোরই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা কৌশলে ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিল। এদিকে, কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৫০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে সমুদ্র  সৈকতসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের বেশিরভাগই নারী ও শিশু। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত সাড়ে চার শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর