শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

এলপিজি ১২ কেজির দাম কমল ১০৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

সমন্বিত করা হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার এলপিজির দাম কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ কমেছে। এর ফলে এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য গত মাসের চেয়ে ১০৪ টাকা কমে হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে মে মাসের জন্য এলপিজির নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়। নতুন এ দাম গতকাল সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে।  বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সৌদি আরবের কোম্পানি আরামকোর সিপি মূল্য অনুযায়ী মে মাসে প্রতি টন প্রোপেনের দাম পড়ছে ৮৫০ ডলার এবং ৮৬০ ডলার। এতে ৩৫:৬৫ হারে মিশ্রণের দাম হয় প্রতি টন ৮৫৬ দশমিক ৫০ ডলার। সে অনুযায়ী মূসকসহ প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ দাম দাঁড়াচ্ছে ১১১ টাকা ২৬ পয়সা।

রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৮ টাকা ০২ পয়সা। যা আগের মাসে ১১৬ টাকা ৭০ পয়সা ছিল। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম আগের মাসের ৬৭ টাকা ০২ পয়সা থেকে কমে ৬২ টাকা ২১ পয়সা করা হচ্ছে। নতুন মূল্যহার অনুযায়ী সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৬১২ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩৫ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৬৯ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ১হাজার ৭৮০ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ২২৬ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২হাজার ৪৪৮ টাকা, ২৫ কেজি সিলিন্ডার ২ হাজার ৭৮১ টাকা, ৩০ কেজি সিলিন্ডার ৩ হাজার ৩৩৮ টাকা, ৩৩ কেজি সিলিন্ডার ৩ হাজার ৬৭২ টাকা, ৩৫ কেজি সিলিন্ডার ৩ হাজার ৮৯৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সর্বশেষ খবর